ফারুক আহমেদ, মাগুরা : মাগুরা মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের সিরগ্রামে মধুমতির নদীর চর থেকে ঢাউষ প্রজাতির বিরল কুমির ধরলো এলাকাবাসীর জেলেরা। বৃহস্পতিবার ২২ অক্টোবর রাত ৮.৩০ টার সময় এলাকাবাসীর নদীতে মাছ ধরা জেলেগণ বিশাল আকারের স্ত্রী কুমির আটক করে।
মাছ ধরতে গিয়ে চরে কুমিরটি দেখতে পায় জেলেরা। এসময় বিরল প্রজাতির কুমিরের আক্রমণে রাসেল নামের এক যুবক গুরুতর শারীরিক জখম প্রাপ্ত হয়।
দ্রুত এলাকাবাসীর লোকজন খবর পেয়ে তাকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কুমিরটি সিরগ্রামের দাউদ খানের বাড়িতে আছে। বিরল প্রজাতির স্ত্রী কুমিরটি কিছুটা আহত হলেও জীবিত আছে।