নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা এলাকায় গতকাল সোমবার (১৬ জানুয়ারি) র্যাব-১০ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ১৩ হাজার টাকা সমমূল্যের জাল নোটসহ জাল টাকা সরবরাহকারী চক্রের ২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন নুরুল ইসলাম (২৫) ও মোঃ হানিফ (৪৮)। এসময় তাদের নিকট থেকে ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা জাল টাকা ক্রয়-বিক্রয় চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকা হতে বিভিন্ন মানের জাল নোট সংগ্রহ করে দক্ষিণ কেরানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।