নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ভুতেরদিয়া গ্রামে সাবেক ইউপি সদস্যর বাড়ি থেকে ২ নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৫ জানুয়ারি) রাতে সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেনের বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। তারা হলেন- দেলোয়ার হোসেনের মা লালমোননেসা (৯৫) ও পুত্রবধূ রিপা বেগম (২৩)। এছাড়া দেলোয়ার হোসেনের স্ত্রী মিনারা বেগমকে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, বুধবার রাত ১১টার দিকে ঘরে ওই ৩ নারী ঘুমিয়ে ছিল। তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ঘরের এক কোনায় সিধ কাটার গর্ত পাওয়া গেলেও চুরির কোনো ঘটনা ঘটে নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।