300X70
বুধবার , ২৫ আগস্ট ২০২১ | ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

আরো সেবারমান বাড়াতে শেরপুরের নকলা হাসপাতালে সিসি ক্যামেরা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ২৫, ২০২১ ১১:৫৬ পূর্বাহ্ণ

প্রতিনিধি, শেরপুর
শেরপুরের নকলা উপজেলা ৫০ শয্যা বিশিষ্ঠ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা নিতে আসা নানামুখি সেবার মান বৃদ্ধির লক্ষ্যে হাসপাতালের সম্পূর্ণ অংশে সাউন্ড সিস্টেম ও সিসি ক্যামেরা লাগানো হয়েছে। নিজস্ব অর্থায়নে গতকাল মঙ্গলবার (২৪ আগস্ট ) সিস্টেম ও সিসি ক্যামেরা বসানোর এ কাজ শেষ হয়েছে।

এ সাউন্ড সিষ্টেমের ফলে চিকিৎসা নিতে আসা সকল মানুষজনকে চিকিৎসা ও সেবা সম্পর্কিত নানা তথ্য এক স্থান থেকেই দেওয়া যাবে। অফিস চলা কালিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীন চলবে কোথায় কি সেবা পাওয়া যাবে।অন্য সময় বিরতি দিয়ে চলবে নির্দেশনা।প্রচারণায় থাকবে সরকারি নানা পরামর্শ ও নির্দেশনা।

স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে আগত রোগী ও রোগীর স্বজনদের কে সাউন্ড সিস্টেম এর মাধ্যমে স্বাস্থ্য বিষয়ক বার্তা প্রদান করাই এর প্রধান উদ্দেশ্য হবে বলে জানা গেছে।হাসাপাতালে চুরি দালাল ও প্রতারণা রোধ করতে যে সব স্থানে সিসি ক্যামেরা প্রয়োজন সেসব স্থানে অন্তত বারটি সিসি ক্যামেরা লাগানো হয়েছে।এসব সিসি ক্যামেরা ২৪ ঘন্টা খোলা থাকবে।

এ ধরনের ব্যবস্থা সেবা খাতে শেরপুর জেলায় এই প্রথম বলে জানা গেছে।এই সেবার সাথে আরও যুক্ত করা হলো মুক্ত স্থানে রোগীদের বসার বেশ কিছু চেয়ার ও বেঞ্চ।প্রয়োজনীয় স্থানে ফ্যানও দেওয়া হয়েছে।হাসপাতালের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে হাসপাতাল কর্তৃপক্ষ সকলের সহযোগিতা কামনা করছেন।

এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা।কিন্ত এই সেবা অব্যাহত থাকবে কিনা তা নিয়ে অনেকেই সংশয় পোষণ করেছেন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ গোলাম মোস্তফা বলেছেন প্রতিষ্ঠানের স্ব ব্যবস্থাপনায় এই সেবা যোগ করা হয়েছে।

সেবা অব্যাহত রাখতে হাসপাতাল প্রশাসন অবশ্যই সচেষ্ঠ থাকবে বলে এই কর্মকর্তার আশা।জেলার সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুল রউফ বলেন, কর্তৃপক্ষের নিজস্ব প্রচেষ্ঠায় এই ধরনের উদ্যোগ অবশ্যই সেবার মানকে উন্নত করবে। কাজটি অবশ্যই অনুসরণ যোগ্য বলে এই কর্মকর্তার সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :