300X70
মঙ্গলবার , ৩ সেপ্টেম্বর ২০২৪ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ইয়াং লিডারস প্রোগ্রামের অধীনে ব্র্যাক ব্যাংকে ৫৫ জন সদ্য পাশ করা মেধাবী গ্র্যাজুয়েটের যোগদান

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
সেপ্টেম্বর ৩, ২০২৪ ১২:০৬ পূর্বাহ্ণ

বাঙলা প্রতিদিন নিউজ : ব্যাংকের সিগনেচার অনবোর্ডিং প্রোগ্রাম — ইয়াং লিডারস প্রোগ্রাম (ওয়াইএলপি)-এর মাধ্যমে ৫৫ জন সদ্য পাশ করা মেধাবী গ্র্যাজুয়েটকে নিয়োগ দিয়েছে ব্র্যাক ব্যাংক।

ব্র্যাক ব্যাংকের ওয়াইএলপি প্রোগ্রামের আওতায় নিয়োগপ্রাপ্তরা শিক্ষানবিস হিসেবে এক বছর ব্যাংকের বিভিন্ন ডিপার্টমেন্ট এবং ফাংশনে কাজ করার সুযোগ পান। এই ৩৬০-ডিগ্রি লার্নিং অপরচুনিটির মাধ্যমে তাঁরা দক্ষতা অর্জনের পাশাপাশি সমৃদ্ধ ক্যারিয়ার গঠনের সুযোগ পান।

২০২৫ সালের মধ্যে ব্যাংকের ব্যবসায় দ্বিগুণ করার ব্যাপারে এই নিয়োগটি ব্র্যাক ব্যাংকের গৃহীত কৌশলের অংশ।
এসব ইয়াং লিডারদের কাছে ব্যাংকের প্রত্যাশা হলো তাঁরা নিজেদের উদ্ভাবনী জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠানে একটি চমৎকার কর্পোরেট পরিবেশ গড়ে তুলবেন।

ইয়াং লিডারদের লার্নিং পিরিয়ড সফলভাবে সম্পন্ন হওয়ার পর তাঁদের আগ্রহ এবং দক্ষতা অনুযায়ী ব্যাংকটির বিভিন্ন ডিভিশনে স্থায়ী দায়িত্বে নিযুক্ত করা হবেন।
ওয়াইএলপি অনবোর্ডিং প্রসেসে ইয়াং লিডারদের একটি বিস্তৃত এবং সুশৃঙ্খল নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে, যেগুলোর মধ্যে ছিল সাইকোমেট্রিক অ্যাসেসমেন্ট, পারসোনালিটি প্রোফাইলিং এবং পেশাদার ব্যক্তি কর্তৃক পরিচালিত কম্পিটেন্সি-বেসড ইন্টারভিউ।

এর ফলে নিশ্চিত হয়েছে প্রতিষ্ঠানে সেরা এবং সবচেয়ে উপযুক্ত প্রার্থীর নিয়োগ।
ব্র্যাক ব্যাংক প্রতি বছর এই ফ্ল্যাগশিপ প্রোগ্রামের আওতায় ফ্রেশ গ্র্যাজুয়েটদের নিয়োগ দিয়ে থাকে।

ইতিমধ্যেই ব্র্যাক ব্যাংকের এই প্রোগ্রামটি চাকরিপ্রত্যাশীদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
১ আগস্ট ২০২৪ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকটির সিনিয়র ম্যানেজমেন্টের উপস্থিতিত ইয়াং লিডারদের নতুন এই ব্যাচকে স্বাগত জানানো হয়। ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন ব্যাংকের লক্ষ্যমাত্রা অর্জনের গুরুত্বের ওপর জোর দিয়ে ব্যাংকিং খাতের এসব ভবিষ্যৎ লিডারদের উন্নয়নে ব্র্যাক ব্যাংকের অবিচল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, “আমরা সেরা ট্যালেন্ট নিয়োগ এবং তাঁদের ক্যারিয়ার উন্নয়নে বিনিয়োগ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
ব্যবসায় বৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আমাদের পিপল-ডেভেলপমেন্ট প্রোগ্রামে বিনিয়োগ অপরিহার্য।

এর ফলে প্রতিষ্ঠানে উদ্ভাবনী ধারণার পাশাপাশি নতুন দৃষ্টিভঙ্গিরও আগমন ঘটবে। ব্র্যাক ব্যাংকে আমরা এমন একটি অনুকূল কর্মপরিবেশ নিশ্চিত করে থাকি, যাতে ইয়াং লিডাররা কাজকে উপভোগ করবে এবং পূর্ণ সম্ভাবনার বিকাশের মাধ্যমে
দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখতে পারেন। ব্র্যাক ব্যাংক এ উপভোগ্য আগামীর পথচলায় ইয়াং লিডারদের স্বাগত জানাই।”

বাঙলা প্রতিদিন২৪.কম

সর্বশেষ - খবর