300X70
শুক্রবার , ২৬ মে ২০২৩ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন বাউবি উপাচার্য ড. সৈয়দ হুমায়ুন আখতার

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ২৬, ২০২৩ ৮:৫৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়র অধীনে পরিচালিত এসএসসি (মাধ্যমিক স্কুল সার্টিফিকেট) পরীক্ষা-চলাকালী আজ শুক্রবার (২৬ মে) বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার খুলনার বি.কে. ইনস্টিটিউশন, রূপসা মাধ্যমিক বিদ্যালয়, সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয় ও বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরীক্ষা কেন্দ্রেগুলোতে প্রশাসন ও কেন্দ্রের দায়িত্ব পালনকারীদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ প্রদান করেন।

তিনি নকল মুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। এবছরে ২২১ টি পরীক্ষা কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট ৪০ হাজার ১৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন। এর মধ্যে পুরুষ পরীক্ষার্থী ২৫ হাজার ১ শত ৫১ জন এবং নারী পরীক্ষার্থী ১৪ হাজার ৮ শত ৬৩ জন।

এছাড়া তিনি বাউবি’র খুলনা আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন করেন এবং কর্মকর্তা, কমর্চারীদের সাথে মতবিনিময় করেন। তিনি দ্রুততম সময়ে শিক্ষার্থী ও সেবা প্রার্থীদের সেবা প্রদানে আন্তরিক ও তৎপর হওয়ার নির্দেশনা দেন। বিশ্ববিদ্যালয়ের সম্পদ ব্যবহারে মিতব্যায়ী হওয়ার পরামর্শ দেন।

কর্মকর্তা, কমর্চারীদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ নিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় ও অঙ্গীকার নিয়ে সকলকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানান।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :