300X70
সোমবার , ১২ অক্টোবর ২০২০ | ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

কোম্পানীগঞ্জে প্রবাসীকে কুপিয়ে জখমের অভিযোগ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ১২, ২০২০ ৬:০৯ অপরাহ্ণ

নুর রহমান, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় আবুধাবি প্রবাসী আব্দুল করিম শিপন (৩৫) কে প্রকাশ্যে কুপিয়ে জখম করেছে বিভিন্ন মামলার আসামি মাসুদ (৩৪)।

গুরুত্বর আহত প্রবাসী বর্তমানে নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসীর ভাই বাদী হয়ে ৬জনসহ অজ্ঞাত কয়েক জনকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার দু’দিন অতিবাহিত হলেও কোন আসামি গ্রেফতার না হওয়ায় মাসুদ কতৃক  প্রবাসী পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

পুলিশ বলছে, ওই মাসুদের বিরুদ্ধে মাদক মামলাসহ কোম্পানীগঞ্জ থানায় ৭টি মামলা রয়েছে।

ভুক্তভোগী প্রবাসীর পরিবার জানান, গত শুক্রবার রাত ২টার দিকে আনোয়ার হোসেন মাসুদ ও তার লোকজন  বসত ঘরের পাশে টয়লেটের ট্যাংকির উপর বসে মাদক সেবন করছিল। এ সময় প্রবাসী শিপন মাসুদকে তার সহযোগীদের নিয়ে ওই জায়গা থেকে চলে যেতে বলেন। একপর্যায়ে মাসদু প্রবাসী শিপন কে দেখে নেওয়ার হুমকি দিয়ে ওখান থেকে চলে যায়। পরে শনিবার (১০ অক্টোবর) মাগরিবের নামাজ পড়ে মসজিদ থেকে বাহির হওয়ার সাথে সাথে স্থানীয় মদিনা বাজারে মাসুদ ও তার পরিবারের কয়েকজন সদস্য প্রবাসী শিপনকে বেধড়ক মারধরসহ কুপিয়ে গুরুত্বর জখম করে।

স্থানীয় সূত্রে জানা যায়, মুছাপুর ইউনিয়নের গ্রাম পুলিশ আব্দুর রহিম মাসুদের নামে মামলা থাকায় কোম্পানীগঞ্জ থানা পুলিশকে তথ্য দিয়ে সহযোগীতা করে। পুলিশকে তথ্য দেওয়ার অপরাধে মাসুদ ৮-৯ মাস আগে গ্রাম পুলিশ আব্দুর রহিম কে স্থানীয় মদিনা বাজারে বেধড়ক মারধর করে হাত ভেঙ্গে দেয়।
মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও একাধিক ইউপি সদস্য গ্রাম পুলিশকে হামলার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ভুক্তভোগী গ্রাম পুলিশ কোন বিচার পায়নি।

ইতোমধ্যে মাসুদ বিভিন্ন মামলায় দীর্ঘ দিন কারা ভোগ করলেও ছাড়া পেয়ে অপকর্মের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী পরিবার বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত আসামিদের গ্রেফতারে জোর তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছেন।

 

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :