300X70
শুক্রবার , ২ আগস্ট ২০২৪ | ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

গুজব প্রচারকারীদের কঠোর শাস্তির আওতায় আনার দাবি মুক্তিযোদ্ধার সন্তানদের

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ২, ২০২৪ ৪:০৩ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন নিউজ : ফেইসবুক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রচারকারীদের কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধার সন্তানরা।

তারা বলেন, ‘একটি গুজব হাজারো এটম বোমার চেয়ে ভয়ানক। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় এবং মানবতা ও জাতিসত্তার হুমকি মোকাবিলায় গুজব প্রচারকারীদের দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির আওতায় আনতে হবে।’

দেশব্যাপী চলমান সহিংসতায় করণীয় ও জাতীয় শোক দিবস’ পালনের কর্মসূচি নির্ধারণের লক্ষ্যে আজ সকালে মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ আয়োজিত এক জরুরি সভায় এসব দাবি জানানো হয়।

রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট, বাংলাদেশ (আইডিইবি)-তে সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শাহীনের পরিচালনায় এই সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সভাপতি মো. সাজ্জাদ হোসেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের প্রেসিডিয়াম মেম্বার, শহীদ এমপি নুরুল হক হাওলাদারের কন্যা জোবায়দা হক অজন্তা, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন-অর রশীদ রনি, আল-আমিন মৃদুল, সৈয়দ দিদারুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আনিসুর রহমান মোল্লা, কেন্দ্রীয় সদস্য মনিরুজ্জামান খোকন প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, আমরা মুক্তিযোদ্ধার সন্তানরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, সাম্প্রতিক সময়ে দেশের চলমান তথাকথিত আন্দোলনে গুজব ছড়িয়ে ব্যাপক নাশকতা, ধ্বংসযজ্ঞ এবং তরুণ প্রজন্মকে দেশের বিরুদ্ধে প্ররোচিত করার প্রচেষ্টা চলছে। এই ধরনের কর্মকাণ্ড শুধুমাত্র দেশের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে না, বরং আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করছে।

তারা বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, সেই স্বাধীনতার চেতনা, মর্যাদা ও মূল্যবোধ রক্ষা করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। গুজব এবং মিথ্যা তথ্য ছড়িয়ে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করা এবং তরুণদের বিপথে পরিচালিত করা অমানবিক ও তথ্যপ্রযুক্তি সম্পর্কিত অপরাধ। এই ধরনের কর্মকাণ্ড মুক্তিযুদ্ধের চেতনা এবং মূল্যবোধের বিরুদ্ধে।

নেতৃবৃন্দ উল্লেখ করেন , এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা হলে, আমাদের প্রিয় বাংলাদেশ আরও শক্তিশালী, স্থিতিশীল এবং উন্নত হয়ে উঠবে। দেশের প্রতি আমাদের অঙ্গীকার এবং দায়িত্ব পালনে আমরা সদা প্রস্তুত আছি। আসুন, সকলে মিলে গুজব প্রতিরোধে একযোগে কাজ করি এবং একটি সুন্দর, শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি।

বাঙলা প্রতিদিন২৪.কম

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

আওয়ামী লীগের শক্তির উৎস হলো জনগণ : বাহাউদ্দিন নাছিম

বিকাশ থেকে গ্রামীণফোনে রিচার্জে ২টি মোটরবাইকসহ অসংখ্য পুরস্কার জিতলেন গ্রাহক

অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির গতিশীলতা বৃদ্ধির দিকনির্দেশনা ঘোষণা মেটলাইফ ফাউন্ডেশনের

ইসি আইনের খসড়া না পড়েই বিএনপি’র মন্তব্য ‘না বলা বাতিকের’ প্রমাণ : তথ্যমন্ত্রী

‘কোরবানির পশুর বর্জ্য ২৪ ঘন্টার মধ্যে অপসারণ করতে হবে’

পরমাণু শক্তি কেন্দ্রের শ্রেষ্ঠ গবেষকদের পুরস্কার ও সম্মাননা প্রদান

জাতীয় পার্টি চেয়ারম্যান এর সাথে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাত

দেশের শতভাগ বিদ্যুৎতায়ন স্বাধীনতার মাসের শ্রেষ্ঠ উপহার : বিডিইউ উপাচার্য

সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে ​১২ কোটি ১৮ লাখ ৪ হাজার

পঞ্চগড়ে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ