300X70
শুক্রবার , ২৬ আগস্ট ২০২২ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

জেলা প্রশাসকের নামে ঘুষ নেওয়ার দায়ে অফিস সহকারী আটক

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ২৬, ২০২২ ১০:৩৮ পূর্বাহ্ণ

মেহেরপুর প্রতিনিধি : জমির খাজনা পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়ে মেহেরপুর জেলা প্রশাসকের নামে ঘুষ নেওয়ার অভিযোগে জেলা প্রশাসনের এক কর্মচারীকে আটক করা হয়েছে। আটককৃত কর্মচারী আবু বক্কর সিদ্দিক জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক পদে কর্মরত ছিলেন।

তিনি মেহেরপুর গাংনী থানার মিনাপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। আসামিকে মামলা দায়ের করে বৃহস্পতিবার বিকেলে আদালতে সোপার্দ করেছে মেহেরপুর থানা পুলিশ।

মামলার এজহারে সূত্রে জানা যায়, গাংনী উপজেলার কুমারী ডাঙ্গা গ্রামের শামীমা নাসরিন নামে এক নারীর কাছ থেকে হোল্ডিং চালু করতে খাজনা প্রদানের নামে ২ লক্ষ ৪০ হাজার টাকা দাবি করেছিল আবু বক্কর। কাজ না হওয়ায় জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করলে আবু বক্কর এর নামে প্রাথমিক তদন্ত করে জেলা প্রশাসন। তদন্তে অগ্রিম এক লক্ষ টাকা গ্রহণের সত্যতা প্রমাণ পাওয়া যায়।

পরে বিভাগীয় মামলার পাশাপাশি আবু বক্করকে পুলিশের হাতে তুলে দেয় জেলা প্রশাসন। এই মর্মে জেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা মাহফুজ জামান মেহেরপুর সদর থানায় একটি এজহার দায়ের করেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন বলেন, আমরা মামলা নথিভুক্ত করে আসামীকে আদালতে সোপার্দ করেছি।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :