300X70
মঙ্গলবার , ২ নভেম্বর ২০২১ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ঢাবির ‘খ’ ইউনিটে ৮৩ শতাংশই ফেল

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
নভেম্বর ২, ২০২১ ১:৩২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদন, বাঙলা প্রতিদিন: ‘খ’ ইউনিটে এবারের পরীক্ষায় পাস করেছে ১৬.৮৯ শতাংশ শিক্ষার্থী। গতবার পাসের হার ছিল ২৩.৭২ শতাংশ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।

এ পরীক্ষায় পাস করেছে ১৬.৮৯ শতাংশ শিক্ষার্থী। এর মানে দাঁড়াচ্ছে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের ৮৩.১১ শতাংশই অকৃতকার্য হয়েছে।

কলা অনুষদভুক্ত এই ইউনিটে গতবার পাসের হার ছিল ২৩.৭২ শতাংশ।

গত ২ অক্টোবর ‘খ’ ইউনিটের পরীক্ষা হয়েছিল। মঙ্গলবার দুপুরে ফল প্রকাশ করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এবার দ্বিতীয়বারের মতো নৈর্ব্যক্তিকের পাশাপাশি লিখিত অংশও ছিল।

‘খ’ ইউনিটে ২ হাজার ৩৭৮ আসনের বিপরীতে ৪৭ হাজার ৬৩২ শিক্ষার্থী ভর্তি পরীক্ষার আবেদন করেন। পরীক্ষায় অংশ নেন ৪১ হাজার ৫২৪ জন।

দুপুর সাড়ে ১২টার দিকে উপাচার্য ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের আবদুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে ফল ঘোষণা করেন। ওই সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দীন, ‌‘খ’ ইউনিট পরীক্ষার সমন্বয়ক এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেনসহ ভর্তি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ভর্তি পরীক্ষায় লিখিত ও নৈর্ব্যক্তিক অংশে সমন্বিতভাবে উত্তীর্ণ হয়েছেন ৭ হাজার ১২ জন পরীক্ষার্থী। পরীক্ষার ফল জানা যাবে ওয়েবসাইটে।

উপাচার্য বলেন, বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ফল বুধবার ঘোষণা করা হবে।

এবার ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন দারুন্নাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার শিক্ষার্থী মো. জাকারিয়া। তিনি পরীক্ষায় পেয়েছেন ৮০.৫ নম্বর। এসএসসি ও এইসএসসির নম্বর মিলে তার সর্বমোট স্কোর ১০০.৫।

‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী সামিয়া আক্তার। মোট ১২০ নম্বরের মধ্যে তার প্রাপ্ত নম্বর ৯৫.৫০। পরীক্ষায় তৃতীয় হয়েছেন নটরডেম কলেজের ছাত্র খালিদ খান। ভর্তি পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৭৪.৭৫। এসএসসি ও এইসএসসি মিলিয়ে সর্বমোট নম্বর ৯৪.৭৫।

কীভাবে জানা যাবে ফল

‘খ’ ইউনিট ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রতিটি শিক্ষার্থী তার উচ্চমাধমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাশের সাল এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে ওয়েবসাইট থেকে পরীক্ষার ফল জানতে পারবেন।

তা ছাড়াও আবেদনকারীরা রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে DU KHA টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি মেসেজে তার ফল জানতে পারবেন।

উত্তীর্ণ সব শিক্ষার্থীকে আগামী ৮ নভেম্বর বিকেল ৩টা থেকে ১৫ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের ৩ থেকে ৯ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম কলা অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে। যথাযথভাবে ফরম পূরণ করে সে সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে।

ফল নিরীক্ষণের জন্য ফি প্রদান সাপেক্ষে আগামী ৩ থেকে ৯ নভেম্বর পর্যন্ত কলা অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই : টেলিযোগাযোগ মন্ত্রী

ক্যাপিটাল মার্কেট শক্তিশালী রাখতে বিনিয়োগকারীদের দক্ষতা দরকার

হাতিলের নতুন শোরুম মতিঝিলে

সিডনিতে গাড়িতে আটকে গরমে ৩ বছরের বাংলাদেশী শিশুর মৃত্যু

মিনিস্টার গ্রুপের চেয়ারম্যানের বাসায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

‘প্রোডাক্ট ইনোভেশন অ্যাওয়ার্ড’ পেল ব্র্যাক ব্যাংক

ডলারের দাম আরও ১ টাকা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক

সাভার গলফ্ ক্লাবে ‘মুজিব বর্ষ ১ম রেডিয়েন্ট ফার্মা কাপ গলফ্ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

প্রিমিয়ার ব্যাংকের গুলশান এভিনিউ শাখার উদ্বোধন

সিলেটের জৈন্তাপুরে পাহাড়ধসে নিহত ৪

ব্রেকিং নিউজ :