300X70
রবিবার , ৯ এপ্রিল ২০২৩ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

নাইজেরিয়ায় ৭৪ জনকে হত্যা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
এপ্রিল ৯, ২০২৩ ১২:০৪ অপরাহ্ণ

বাহিরের দেশ ডেস্ক: নাইজেরিয়ার বেন্যু রাজ্যে চলতি সপ্তাহে পৃথক দুই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭৪ জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তা ও পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

বেন্যু রাজ্য পুলিশের মুখপাত্র ক্যাথেরিন আনেনে বলেন, গত শুক্রবার সন্ধ্যায় ও শনিবার সকালে এমবানের স্থানীয় সরকারের এলাকায় গৃহহীনদের প্রাথমিকভাবে রাখার একটি শিবির থেকে ২৮টি মৃতদেহ উদ্ধার করা হয়।

ঠিক কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে- তা এখন পর্যন্ত স্পষ্ট নয় বলে প্রতিবেদনে বলা হয়েছে। তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন, বন্দুকধারীরা আসার পর গুলি শুরু করেন। এতে বেশ কয়েকজন নিহত হয়েছে।

এর আগে গত বুধবার একই রাজ্যের উমগিরি গ্রামে হামলার ঘটনা ঘটেছে। সন্দেহভাজন পশুপালকরা এক অন্ত্যেষ্টিক্রিয়ায় গ্রামবাসীদের হত্যা করে।

বেন্যু রাজ্য গভর্নরের একজন নিরাপত্তা উপদেষ্টা পল হেম্বা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, বুধবারের হামলার পর ৪৬টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে শনিবার এক বিবৃতিতে দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি হামলার নিন্দা জানিয়েছেন।

খবরে বলা হয়েছে, যে অঞ্চলে এ হত্যাকাণ্ড হয়েছে সেখানে সম্প্রতি কৃষক ও পশুপালক যাযাবরদের মধ্যে ভূমির দখল নিয়ে সহিংস বিরোধ অনেক বেড়েছে।

এ ছাড়া আল-জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়েছে, জামফারা রাজ্যে বন্দুকধারীরা অন্তত ৮০ জনকে অপহরণ করেছেন।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :