300X70
বুধবার , ৪ জানুয়ারি ২০২৩ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও কলাম্বিয়া ইউনিভার্সিটির মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ৪, ২০২৩ ৪:১৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এবং কলাম্বিয়া ইউনিভার্সিটি (সিইউ) নিউইয়র্কের মধ্যে গত সোমবার (১৯ ডিসেম্বর) তিন বছরের জন্য গবেষণা সহযোগিতা এবং জলবায়ু পরিবর্তন ইস্যুতে যৌথ একাডেমিক প্রোগ্রাম পরিচালনার জন্য একটি সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিশিষ্ট ভূতত্ত্ববিদ ও প্রাকৃতিক দূর্যোগ গবেষক এবং বাউবি’র উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার এবং নিউইয়র্কের কলাম্বিয়া ইউনিভার্সিটির (CU) ল্যামন্ট ডোহার্টি আর্থ অবজারভেটরি (LDEO) এর পক্ষে প্রভোস্ট Mary C. Boyce এ সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর করেন।

বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার মার্কিন যুক্তরাষ্ট্রে আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়ন (অএট) ফল মিটিং ২০২২ এ উপস্থিত হয়ে এই চুক্তি স্বাক্ষর করেন। সমঝোতা স্মারক (MOU) এর মাধ্যমে পরবর্তী তিন বছরের জন্য উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনুষদের কর্মাণ্ড এবং উন্নয়ন মূলক প্রশিক্ষণ কর্মসূচি বিনিময় হবে।

এছাড়াও এ চুক্তির মাধ্যমে দুটি বিশ্ববিদ্যালয়ই যৌথ সেমিনার, ওয়ার্কশপ এবং কনফারেন্সের আয়োজন করতে সম্মত হয়েছে।

বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুর আখতার আশা করেন যে এই সমঝোতা স্মারক (MOU) টেকসই উন্নয়নের লক্ষ্যে (SDG-13) অর্জনে অবদান রাখবে। এছাড়াও জলবাযু পরিবর্তন এবং এর প্রভাব মোকাবেলায় জরুরি পদক্ষেপ গ্রহণে আশাবাদ ব্যক্ত করেন।

বাউবি’র দেশব্যাপী নেটওয়ার্কের মাধ্যমে কলাম্বিয়া ইউনিভার্সিটির সাথে যৌথভাবে জলবায়ু পরিবর্তনের বিষয়ে আনুষ্ঠানিক ও অ- আনুষ্ঠানিক কর্মসূচি বাস্তবায়ন করবে।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :