300X70
শনিবার , ৩ অক্টোবর ২০২০ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

বিদেশেও প্রসংশিত বাংলাদেশ পুলিশের নারী শান্তিরক্ষীরা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ৩, ২০২০ ৩:৪২ পূর্বাহ্ণ

কঙ্গোর মনুস্কো বিমানবন্দর সুরক্ষার দায়িত্ব পেল

নিজস্ব প্রতিবেদক:
কঙ্গোবাসীর জন্য নিরন্তর কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশের নারী শান্তিরক্ষীরা। এরই ধারাবাহিকতায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশন কর্তৃক পরিচালিত ডিআর কঙ্গোর মনুস্কো বিমানবন্দর সুরক্ষার দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ পুলিশের নারী শান্তিরক্ষীরা।

শুক্রবার সকালে পু‌লিশ সদর দফতরের এআইজি (মি‌ডিয়া এন্ড পিআর)‌ মো. সো‌হেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জাতিসংঘ কর্তৃক পরিচালিত এই বিমানবন্দরটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা, যার সুরক্ষা দিতে পেরে বাংলাদেশ পুলিশের নারী শান্তিরক্ষীরা অত্যন্ত গর্বিত।

তিনি আরো বলেন, বাংলাদেশ থেকে আট হাজার ৫০০ কিলোমিটার দূরে অবস্থিত এই বিমানবন্দরের নিরাপত্তায় রয়েছেন ব্যানএফপিইউ-১, রোটেশন -১৪ এর শান্তিরক্ষী পুলিশ সদস্যরা।

এসব প্রসঙ্গে রোটেশন কমান্ডার মেরিনা আক্তার বলেন, আমরা শুধু দেশের মাটিতেই নয়, বিদেশি বিভূঁইয়ে জাতিসংঘের পতাকাতলে অত্যন্ত মর্যাদার সঙ্গে, অত্যন্ত গর্বের সঙ্গে আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি। কঙ্গোর এই বিমানবন্দরটির নিরাপত্তা বিধান করা নিশ্চয়ই আমাদের জন্য এক বিরাট বড় চ্যালেঞ্জ।

তিনি আরো বলেন, আমরা অত্যন্ত আশাবাদী, বরাবরের মতো এবারও আমরা সফল হবো। জাতিসংঘের ম্যান্ডেট মেনে আমরা নির্মোহভাবে কঙ্গোবাসীর জন্য শান্তির অভিপ্রায়ে নিরন্তর কাজ করে যাচ্ছি।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :