300X70
শনিবার , ৪ ফেব্রুয়ারি ২০২৩ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

ভেজাল শিশু খাদ্য বিক্রির দায়ে টঙ্গীতে একজন গ্রেপ্তার

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ৪, ২০২৩ ১:০৯ অপরাহ্ণ

গাজীপুর প্রতিনিধি : টঙ্গীতে ভেজাল চকলেট ও নাটোরের কাচাগোলাসহ বেলায়েত হোসেন (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত বেলায়েত হোসেন বাগেরহাটের মোড়লগঞ্জ থানার পটিখালী গ্রামের আবু তাহের হাওলাদারের ছেলে।

গতকাল শুক্রবার সংবাদ সম্মেলনে টঙ্গী পূর্ব থানা ওসি আশরাফুল ইসলাম এ তথ্য জানান। ওসি জানান বেলায়েত টঙ্গী মধ্য আরিচপুরের বাসিন্দা। জনৈক ইসুফ মিয়ার বাড়িতে ভাড়া থেকে ভেজাল চকলেট ও নাটোরের কাচা গোল্লার ব্যবসা করতেন।

খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে ইসুফ মিয়ার ভাড়া বাড়ির নিচতলায় বেলায়েতের বাসায় অভিযান চালিয়ে বেলায়েতকে আটক করা হয়।পরে তার হেফাজত থেকে ১২ বস্তা ভেজাল চকলেট যাহার প্রতিটি বস্তার ওজন ২৫ কেজি এবং ২৫ কেজির ১ বস্তা ভেজাল নাটোরের কাচাগোলার উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত বেলায়েত জিজ্ঞাসাবাদে পুলিশকে জানান দীর্ঘদিন ধরে সাভার এলাকা থেকে এই চকলেট ও কাচা গোলার নিয়ে গিয়ে তিনি মধ্য আরিচপুর এলাকায় বসবাস করে টঙ্গীসহ আশপাসের এলাকায় এসব ভেজাল খাদ্য বিক্রি করে আসছিলেন। এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বাঙলা প্রতিদিন২৪.কম

সর্বশেষ - খবর