300X70
বৃহস্পতিবার , ২১ মার্চ ২০২৪ | ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

রয়েল ইউনিভার্সিটিতে ‘‘ইন্টারেক্টিভ সেশন অন কালচারাল আন্ডারস্ট্যান্ডিং ইন এ প্লুরাল সোসাইটি” শীর্ষক সভা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ২১, ২০২৪ ১:৩৭ পূর্বাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা’র তেজগাঁওস্থ স্থায়ী ক্যাম্পাসে ‘‘ইন্টারেক্টিভ সেশন অন কালচারাল আন্ডারস্ট্যান্ডিং ইন এ প্লুরাল সোসাইটি” শীর্ষক একটি আলোচনা সভা আজ বুধবার (২০মার্চ) অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন নরওয়ের ইউনিভার্সিটি অব ট্রমসো এর প্ল্যানিং অ্যান্ড কালচারাল আন্ডারস্ট্যান্ডিং বিভাগের প্রধান প্রফেসর ড. টনি ব্লি।

এছাড়াও আলোচনায় অংশ নেন রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা’র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মেসবাহ কামাল, শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি’র ভাইস চ্যান্সেলর (ডেজিগনেট) এবং রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা’র উপদেষ্টা প্রফেসর ড. প্রফুল্ল চন্দ্র সরকার, বাংলাদেশ আদিবাসী ফোরাম এর সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট লেখক ও কলামিস্ট জনাব সঞ্জীব দ্রং ও রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা’র নবনিযুক্ত রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এএসএম মুশফিকুর রহমান।

আলোচনা সভার প্রধান আলোচক অধ্যাপক ড. টনি ব্লি স্ক্যানডিনেভিয়ান- সাঁওতাল-ব্যুরো- বাঙালি ঐতিহ্যের বিভিন্ন দিক তুলে ধরেন। প্রফেসর টনি ব্লি আদিবাসী সংস্কৃতির উপর উপনিবেশিকতার দীর্ঘস্থায়ী প্রভাবও তুলে ধরেন।

বিশিষ্ট কলামিস্ট ও আদিবাসি গবেষক সঞ্জীব দ্রং, বিশ্ব ধরিত্রীর ভারসাম্য রক্ষায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং প্রামাণ্য চিত্রের মাধ্যমে আদিবাসী অধিকার এবং বিশ্ব পরিবেশের ভারসাম্য রক্ষার গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আমরা পৃথিবীর সম্পদের উপর নির্বিচারে আগ্রাসন চালাচ্ছি।

এটি বন্ধ করতে হবে। তিনি আরো বলেন, পৃথিবীর ভারসাম্য রক্ষায় আদিবাসীরা কাজ করে যাচ্ছে। অথচ ৪৮ কোটি আদিবাসী সংগ্রামী জীবন যাপন করছে। তাদের প্রতি ন্যায়পরায়ন হতে হবে।

আলোচনা অনুষ্ঠানের সভাপ্রধান রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মেসবাহ কামাল বলেন, বহুত্ববাদ সমাজের বিকাশে সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়ন জরুরী। একটি দেশের সকল জাতি ও তাদের মাতৃভাষার গুরুত্ব উপলব্ধি করতে হবে এবং সমান অধিকার নিশ্চিত করতে হবে।

একটি ব্রিজিং পলিসি তৈরি করে মাতৃভাষায় শিক্ষাদান করতে হবে এবং পর্যায়ক্রমে অন্যান্য ভাষা শিক্ষার ব্যবস্থা করতে হবে। তিনি আরো বলেন, পৃথিবীর মোট জনসংখ্যার মাত্র পাঁচ ভাগ আদিবাসী। কিন্তু এই পাঁচ ভাগ জনগোষ্ঠী পৃথিবীর আশি শতাংশ প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় অবদান রাখছে। তাদের ন্যায্য অধিকার এবং ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। প্রাকৃতিক জলাশয় এবং ভূমি রক্ষায় কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে তিনি উল্লেখ করেন।

অধ্যাপক ড. প্রফুল্ল চন্দ্র সরকার বলেন, বৈচিত্রতা একটি জাতির সৌন্দর্য বৃদ্ধি করে। বহুজাতি ও তাদের ভাষার ভিন্ন রূপ ও সৌন্দর্য একটি দেশকে সমৃদ্ধ করে তোলে। রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এএসএম মুশফিকুর রহমান ভোট অব থ্যাঙ্কস প্রদান করেন। তিনি আমন্ত্রিত রিসোর্স পারসনদের রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা’র জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশের আহ্বান জানান।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা’র ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক জহরত আরা। আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

রোববার নিজামউদ্দিন মারকাজের আখেরী মোনাজাত

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে সচিবালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল

বাংলাদেশ ইউনিভার্সিটিতে “বুদ্ধিমান উপলব্ধি ভিত্তিক প্রকল্প” উপস্থাপন প্রতিযোগিতা অনুষ্ঠিত

সিনহা হত্যা মামলা: চতুর্থ ধাপের সাক্ষ্যগ্রহণ শুরু

ধর্ষণ মামলার দুই আসামির পলানোর ঘটনায় সোনাইমুড়ী থানার ওসি তদন্ত বরখাস্ত

সাংবাদিক শাহীন রেজা নূরের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

বঙ্গবন্ধু ডিপিএলের সুপার লিগ পর্ব শুরু হচ্ছে আজ

আজ ৫৪তম শহীদ আসাদ দিবস

পূবালী ব্যাংকে “Information Security Awareness” বিষয়ক ভার্চুয়াল ওয়ার্কশপ অনুষ্ঠিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিইডিপির ১৪তম ব্যাচের বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন

ব্রেকিং নিউজ :