300X70
শুক্রবার , ২ আগস্ট ২০২৪ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

সারা দেশে বিজিবির টহল জোরদার

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ২, ২০২৪ ৯:৫৮ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন নিউজ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আজ শুক্রবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে গণমিছিল করেছেন আন্দোলনকারীরা। এতে একাধিক স্থানে সংঘর্ষ, ভাঙচুর এবং গুলিবিদ্ধের খবর পাওয়া গেছে। হবিগঞ্জে এক পথচারী নিহত হয়েছেন।

এদিকে আগামীকাল শনিবার বিক্ষোভ এবং পরদিন রবিবার থেকে ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা।

ফলে দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে রাজধানীসহ সারা দেশে বিজিবি টহল জোরদার করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, রাজধানীর সচিবালয়, আগারগাঁও, ডিপ্লোম্যাটিক জোন, শাহবাগ জাতীয় জাদুঘর, কাকরাইল মোড়, নাইটিঙ্গেল মোড়, উত্তরা, মতিঝিল শাপলা চত্বর, সায়েন্সল্যাব, নীলক্ষেত, মোহাম্মদপুর-বসিলা এলাকায় টহল জোরদার করেছে বিজিবি।

পরিস্থিতি বিবেচনায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সতর্ক অবস্থায় মোতায়েন ও টহলে থাকবে বিজিবি।

এদিকে আগামী রবিবার (৪ আগস্ট) থেকে লাগাতার ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর আগে আগামীকাল শনিবার (৩ আগস্ট) সারা দেশে বিক্ষোভ মিছিল করবে তারা।
শুক্রবার (২ আগস্ট) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বাঙলা প্রতিদিন২৪.কম

সর্বশেষ - খবর