300X70
মঙ্গলবার , ৩০ জুলাই ২০২৪ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

স্পেশাল ট্রাইব্যুনালে সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচারের দাবি সাংবাদিক নেতৃবৃন্দের

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুলাই ৩০, ২০২৪ ৯:০৭ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন নিউজ : কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংগঘটিত সংঘর্ষে সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার দীর্ঘায়িত না করে স্পেশাল ট্রাইবুনাল গঠন করে দ্রুত এসব ঘটনার বিচারের দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

মঙ্গলবার (৩০ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) উদ্যোগে আয়োজিত ‘কোটা সংস্কার আন্দোলনের আড়ালে দেশব্যাপী নৈরাজ্য, নাশকতা ও হামলায় সাংবাদিক নিহত-আহত এবং সংবাদমাধ্যমের গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের‘ প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন সাংবাদিক নেতারা।

সমাবেশে ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে যে সাংবাদিকরা আহত এবং নিহত হয়েছেন তাদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং রাষ্ট্র যাতে তাদের দায়িত্ব নেয়; সেজন্য আজ আমরা এখানে দাঁড়িয়েছি। যারা আহত-নিহত হয়েছেন আমরা এ ঘটনাগুলোর তীব্র নিন্দা জানাই।’

নিহতদের পরিবারকে রাষ্ট্র সবধরনের সাহায্য করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘যারা আহত হয়েছেন, তারা সুস্থ হওয়া পর্যন্ত সাহায্য করতে হবে। সাংবাদিক পরিবারগুলোর যেকোনও একজন সদস্যকে একটি চাকরির ব্যবস্থা করে দিতে হবে। প্রত্যেকটি সংবাদকর্মীর দায়িত্ব তাদের মালিককে গ্রহণ করতে হবে। একইসঙ্গে তাদের নিরাপত্তা নিশ্চয়তা দিতে হবে।’

সমাবেশে উপস্থিত হয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক বলেন, ‘বারবার সাংবাদিকদের ওপর নির্যাতনের ঘটনা ঘটতেই থাকে। সেজন্য আমাদের একটাই দাবি, সেটি হলো স্পেশাল ট্রাইব্যুনাল করতে হবে। দ্রুত এসব ঘটনার বিচার করতে হবে।’

বিভিন্ন গণমাধ্যমের মালিকপক্ষকে উদ্দেশ করে তিনি আরও বলেন, যারা সাংবাদিকদের উপরে হামলা করেছে, তাদের সংবাদ সংগ্রহ করা বন্ধ করুন।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব দ্বীপ আজাদ বলেন, ‘প্রতিবাদ করতে করতে আমরা ক্লান্ত হয়ে গেলেও আক্রমণকারীরা ক্লান্ত হয় না। এর কারণ হলো সাংবাদিক হত্যার বিচার হয় না।

আমাদের চারজন সাংবাদিক নিহত হয়েছেন। ২১৮ জন সাংবাদিক সারা দেশে আহত হয়েছেন। সাংবাদিকদের আটটি গাড়ি পোড়ানো হয়েছে। ৩৮টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। সাংবাদিক হত্যা এবং নির্যাতনের বিচার করতে হবে। আমরা নিহত ও আহত সাংবাদিকদের তালিকা করছি।’

এসময় সমাবেশে সাংবাদিকসহ যারা আহত ও নিহত হয়েছেন তাদের স্মরণে সাংবাদিক নেতারা দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন এবং দোয়া ও মোনাজাত করেছেন।

সমাবেশে বিএফইউজের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার হোসেন, সাবেক সহ সভাপতি মানিক লাল ঘোষসহ সাংবাদিক নেতারা অংশ গ্রহণ করেন।

বাঙলা প্রতিদিন২৪.কম

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

বার কাউন্সিলের নবনির্মিত ভবন উদ্বোধন ও আইনজীবী মহাসমাবেশ শনিবার

সাভারে তিন নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিতর্কের মাধ্যমে বুদ্ধিবৃত্তিক সমাজ সৃষ্টি হয় : তথ্যমন্ত্রী

অবৈধ লেগুনা চলাচলে ঢাকা-আরিচা মহাসড়কে যানজটে ভোগান্তি

ডিএনসিসি এলাকায় আগামীকাল থেকে শুরু হচ্ছে কোভিড-১৯ গণটিকার ২য় ডোজ প্রদান কার্যক্রম

বেশি দাম পেতে ভিন্ন কৌশল!

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা: গ্রেফতার ২ জন রিমান্ডে

কেরাণীগঞ্জের চাঞ্চল্যকর সায়মন হত্যাকান্ডের আসামী শান্ত গ্রেফতার

বেনাপোল সীমান্তে কাঁটাতারের কাছে বিবস্ত্র লাশ

‘সকল শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে উন্নত দেশ গড়তেই বাকশাল গঠন করেন বঙ্গবন্ধু’