300X70
বৃহস্পতিবার , ১ জুন ২০২৩ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

কদমতলীতে মুক্তিপণ আদায়কারী চক্রের মূলহোতাসহ ২ জন গ্রেফতার

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ১, ২০২৩ ১২:১০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ছিনতাইকারীসহ অপহরণ হওয়া ভিকটিম উদ্ধার ও অপহরনকারীদের গ্রেফতারে অভিযান চালিয়ে আসছে।

গত ২৮ মে রাজধানী ঢাকার কদমতলী থানাধীন মুরাদপুর এলাকায় একটি নির্মানাধীন বিল্ডিংয়ের পাশে টিনশেট ঘরে ভিকটিম বিপ্লব (২৬) এর সাথে তার ঠিকাদার ব্যবসায়ী বন্ধু হাসানুল ইসলাম স্বপন (২৭) দেখা করতে আসে। স্বপন ও বিপ্লব এর মধ্যে আলোচনার একপর্যায় মোঃ রজব আলী (২৫), নাজিম উদ্দিন (২৩), ইব্রাহিম (২০), আব্দুল জলিল (৪৫) ও রিপন (২৫) মিলে স্বপন ও বিপ্লবকে অবৈধভাবে আটক করে ধারালো চাকুর ভয়ভীতি দেখিয়ে মারধর করে এবং স্বপনের সাথে থাকা নগদ-১২ হাজার ৫০০ টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।

পরবর্তীতে আরও ৫০০০ টাকা মুক্তিপণ দাবি করলে বিপ্লব আরও ৯০০ টাকা সংগ্রহ করে দেয়। বাকী টাকার জন্য অবৈধ আটকারীরা বিপ্লবকে আটকে রেখে স্বপন’কে ছেড়ে দেয়। অতঃপর গত ২৯ মে স্বপনকে ফোন করে বাকি টাকা দিয়ে তার বন্ধু বিপ্লব’কে ছাড়িয়ে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করে এবং টাকা না দিলে প্রাণনাশের হুমকি প্রদান করে।

উক্ত ঘটনার পর স্বপন নিরুপায় হয়ে তার বন্ধু ভিকটিম বিপ্লব’কে উদ্ধার করার জন্য অধিনায়ক, র‌্যাব-১০ বরাবর একটি অভিযোগ দায়ের করে। উক্ত অভিযোগ প্রাপ্তির পর র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ভিকটিম’কে দ্রুত উদ্ধার ও অবৈধ আটককারীদের গ্রেফতারের লক্ষে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাতিকতায় গতকাল ৩০ মে র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানী ঢাকার কদমতলী থানাধীন মুরাদপুর এলাকার উক্ত টিনশেড ঘরে অভিযান পরিচালনা করে আটককৃত ভিকটিম বিপ্লবকে উদ্ধার পূর্বক অবৈধ আটককারী চক্রের মুল হোতাসহ ২ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা মোঃ রজব আলী (২৫) ও নাজিম উদ্দিন (২৩)। এসময় তাদের নিকট থেকে ৩টি মোবাইল ফোন ও নগদ-৩৫০ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী উক্ত ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষে র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল তাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও গ্রেফতার অভিযান অব্যবহত রয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাঙলা প্রতিদিন২৪.কম

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ইফতার কিনতে বেরিয়ে ‘পুলিশের ধাওয়া খেয়ে’ নদীতে ঝাঁপ, যুবক নিখোঁজ

বিশ্বে জনসংখ্যা কমে আসার আশংকা!

মহেশপুরে বিদ্যুৎস্পর্শে হনুমানের মৃত্যু

বেনাপোল চেকপোস্ট বাজার কমিটির নব নির্বাচিত সভাপতি জসিম উদ্দিন,  সম্পাদক মিলন হোসেন

মৃত নারী চিকিৎসককে ‘হিরো অব ইউক্রেন’ ঘোষণা করলেন জেলেনস্কি

ঈদুল আজহায় দুই সিটিতে বসছে ১৬টি অস্থায়ী পশুর হাট

টেশিস কে ডিজিটাল যন্ত্র উৎপাদনের উপযোগী করতে হবে : টেলিযোগাযোগ মন্ত্রী

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ম্যাগনেটিক চার্জিং প্রযুক্তি আনল ইনফিনিক্স

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালকের বারি পরিদর্শন

অক্সফোর্ডের টিকা সুরক্ষা দেবে ৯০ শতাংশ পর্যন্ত