300X70
শনিবার , ২ অক্টোবর ২০২১ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

জানালা বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ২, ২০২১ ১:২৯ পূর্বাহ্ণ

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে বাসার জানালা বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার গাড়ি চালকের মৃত্যু হয়েছে। নিহত আকিব হোসেন লিটন (৩২) পার্শ্ববর্তী কবিরহাট উপজেলা বাটইয়া ইউনিয়নের আবুল হাসেমের ছেলে। গতকাল শুক্রবার (১ অক্টোবর) রাত ১১টার দিকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি কোয়াটার ভবনে এ দুর্ঘটনা ঘটে।

সেনবাগ থানার ওসির দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, আজকে সকালে একটি আবাসিক কোয়াটারে লিটন পরিবার নিয়ে আসে। পরে অন্য একটি বিল্ডিং থেকে বৈদ্যুতিক তার টেনে জানালার ভিতর দিয়ে ঘরে নেয়।

রাতে বাসায় গিয়ে দাখে জানালা খোলা। খোলা জানালা বন্ধ করতে গিয়ে জানালা টান দিলে তারটা জানালার কোনার সাথে লেগে আর বিল্ডিংয়ের দেওয়ালের চাপে তারটা পেটে গিয়ে জানালা বিদ্যুতায়িত হয়ে পড়লে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পরিদর্শক তদন্ত ইকবাল হোসেন বলেন, এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সেনবাগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ মতিউর রহমান জানান, সে আমার গাড়ির ড্রাইভার ছিল। জানালা বন্ধ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যায় সে। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সর্বশেষ - খবর