নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : সম্প্রতি নরসিংদীর ড্রিম হলিডে পার্কে অনুষ্ঠিত হয়ে গেল ‘নরসিংদী ০৬-০৮ মেগা ফেস্টিভ্যাল ২০২২’। সারাদেশের এসএসসি ২০০৬ ও এইচএসসি ২০০৮ ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণের এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। মিলনমেলায় এক হাজারের বেশি ‘এসএসসি ২০০৬ ও এইচএসসি ২০০৮ ব্যাচের শিক্ষার্থী’ অংশগ্রহণ করে।
নানা আায়োজনের মধ্য দিয়ে তারা দিনটিকে উৎসবমুখর করে তোলে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুক্রবার সকালে একত্রিত হতে থাকে এই ব্যাচের সদস্যরা। কিছু সদস্য তাদের পরিবারসহ অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
দিনের শুরুতেই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের উপদেষ্টা মো. সিরাজুল ইসলাম মোল্লা। তিনি অনুষ্ঠানে আগত সকলের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করে।
এদিকে অধিকাংশই একে অপরের অপরিচিত হলেও একই ব্যাচের সদস্য হওয়ায় চিরচেনার বন্ধু-মহল হিসেবেই একই ফ্রেমে বন্দী হয় ড্রিম হলিডে পার্কে।
বিকেলে সদস্যদের অংশগ্রহণে নাচ, গান, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন ধরণের সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
অনুষ্ঠান থেকে এই ব্যাচের সকলেই যেন একে অপরের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে সামনে চলার অঙ্গীকার করে।