300X70
মঙ্গলবার , ২০ আগস্ট ২০২৪ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

শিশুদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে সবাইকে সজাগ থাকতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ২০, ২০২৪ ৮:৪৬ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন নিউজ : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিশুরা যাতে সুনাগরিক এবং পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

উপদেষ্টা আজ মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর মিরপুরস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সম্মেলন কক্ষে কর্মকর্তা কর্মচারিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত মহাপরিচালক (পিইডিপি ৪) ড. উত্তম কুমার দাশ, উপ-পরিচালক মোঃ আব্দুল আলীম, সহকারী পরিচালক মোহাম্মদ শাহ আলম সরকার, থানা প্রাথমিক শিক্ষা অফিসার আবু সায়েম মোঃ তৌহিদুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সোনালী সাহা, উচ্চমান সহকারী খায়ের আহমেদ মজুমদার এবং অফিস সহায়ক মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া।

উল্লেখ্য, দেশে সরকারি ও বেসরকারি মিলিয়ে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১,১৪,৬৩০টি। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫,৫৬৭টি।
মোট প্রাথমিক শিক্ষার্থীর সংখ্যা ১,৯৭,১৩,৬৮৫ জন। মোট প্রাথমিক শিক্ষকের সংখ্যা ৬,৫০,২৯৩ জন। শিক্ষক-শিক্ষার্থী অনুপাত ১:২৯। শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান ১০০%। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মোট অনুমোদিত পদের সংখ্যা ৪,৪৭,১৪৯টি। এর মধ্যে কর্মরত পদ সংখ্যা ৪,২৪,০৪৩টি।

বাঙলা প্রতিদিন২৪.কম

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত