সিলেটে ১ কোটি ৯ লাখ টাকা ব্যয়ে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন
প্রতিনিধি, সিলেট: সিলেটের বিশ্বনাথে প্রায় ১ কোটি ৯ লাখ টাকা ব্যয়ে ‘পীরেরবাজার-বাউসী-ধরারাই-মান্ধারুকা সড়ক’র সংস্কার কাজের উদ্বোধন করলেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও গণফোরামের কেন্দ্রীয় নেতা মোকাব্বির খান।
তিনি বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারী) উপজেলার ‘পীরেরবাজার-বাউসী-ধরারাই-মান্ধারুকা সড়ক’র সংস্কার কাজের উদ্বোধন করেন।
সড়ক সংস্কার কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সমছু মিয়া, উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রবাসী সামছু মিয়া লয়লুছ, সমাজসেবক আবদুল কাইয়ুম, আবদুশ শহীদ, স্থানীয় মেম্বার মুহিত চৌধুরী, নুর আলী, সাজনা বেগম যুবলীগ নেতা জিয়াউর রহমান জিয়া, শিশু আয়শা ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য ও গণফোরামের কেন্দ্রীয় নেতা মোকাব্বির খান বলেন, জনগণের কল্যাণের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কারণ দেশের মালিক হচ্ছেন সর্বস্থরের জনসাধারণ। আর জনসাধারণের বৃহৎ অংশকে বঞ্চিত করে গুটি কয়েক জন মানুষ লাভবান হচ্ছেন, আর দেশের শত শত কোটি টাকা বিদেশে পাচার করছেন।
অসৎ ও দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে আমার একটা যুদ্ধ চলবে। আমি জানি, যে সব রাঘব-বোয়াল আমলাদের বিরুদ্ধে আমি কথা বলছি, তারা যেকোন সময় আমাকে ‘উড়িয়ে’ দিতে পারে।