বাঙলা প্রতিদিন নিউজ : কোটা সংস্কারের দাবিতে ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলাকালীন দেশজুড়ে ব্যাপক অগ্নিসন্ত্রাস ও নাশকতায় নিহতদের প্রতি শোক জ্ঞাপন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে আজ শুক্রবার দেশের সব মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
এছাড়া আগামী রোববার দেশের সব মন্দির, প্যাগোডা ও গীর্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার তথ্য অধিদফতরের (পিআইডি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘টোটাল শাটডাউন আন্দোলন চলাকালীন সময়ে ব্যাপক অগ্নিসন্ত্রাস, নাশকতার কারণে মৃত্যুবরণকারীদের প্রতি শোক জ্ঞাপন ও আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে আজ শুক্রবার বাদ জুমা দেশের সকল মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
এছাড়া আগামী রবিবার সুবিধাজনক সময়ে দেশের সকল মন্দির, প্যাগোডা ও গীর্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।’
এর আগে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে প্রায় সপ্তাহব্যাপী দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
সহিংসতায় দেশের বিভিন্ন এলাকায় পুলিশের ২৮১টি বিভিন্ন ধরনের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি থানা ও ফাঁড়িসহ পুলিশের ২৩৫টি স্থাপনা ভাঙচুর বা পুড়িয়ে দেয়া হয়েছে।
এসব ঘটনায় এখন পর্যন্ত শতাধিক মৃত্যুর খবর পাওয়া গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ আহত হয়েছেন হাজারের বেশি মানুষ। সহিংসতার মধ্যে গত শুক্রবার রাতে সেনা মোতায়েন করে কারফিউ জারি করে সরকার। রোববার, সোমবার ও মঙ্গলবার ঘোষণা করা হয় সাধারণ ছুটি।