স্বাস্থ্য ডেস্ক : করোনা সংক্রমণের হার কমে আসায় ভারতের রাজধানী দিল্লিতে জারি করা বিধিনিষেধ প্রত্যাহার করেছে সরকার। আজ সোমবার থেকে আর থাকবেনা নৈশ কারফিউ, কমানো হয়েছে মাস্ক না পড়ার জরিমানাও। ১ এপ্রিল থেকে খুলে দেয়া হবে সকল স্কুল। তবে সংক্রমণ কমলেও সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দিল্লি সরকার।
করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের তান্ডবে গেল বছরের শেষের দিকে পুরো বিশ্বে নতুন আতংকের সৃষ্টি হয়েছিল। এর জেরে ভারতও দেখেছিল করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ। ডিসেম্বরে নতুন করে জারি করতে বাধ্য হয়েছিল করোনার বিধিনিষেধ। তবে বর্তমানে সংক্রমণ নিম্নমুখী হওয়ায় সকল বিধিনিষেধ প্রত্যাহার করে নিল দিল্লি সরকার।
দিল্লি বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, জনসমক্ষে মাস্ক না পরার ক্ষেত্রে জরিমানার পরিমাণ ২০০০ টাকা থেকে কমিয়ে করা হয়েছে ৫০০ টাকা। ১ এপ্রিল থেকে খুলে দেয়া হবে সকল স্কুল। স্কুল ক্যাম্পাসে এসে ক্লাস করতে পারবে শিক্ষার্থীরা। তবে সন্তানদের স্কুলে পাঠানোর ক্ষেত্রে গুরুত্ব দেয়া হবে অভিভাবকদের মতামতকেই।
এছাড়া রেস্তোরা, সিনেমা, বারেও অর্ধেক জনসংখ্যা দিয়ে চালানোর বিষয়টিও থাকবেনা। বাদ হয়ে যাবে নৈশ কারফিউ।
এখন পর্যন্ত ভারতে করোনায় ৪ কোটি ২৯ লাখ ২৪ হাজারের বেশি শনাক্ত হয়েছে। প্রাণ হারিয়েছে ৫ লাখ ১৩ হাজারের অধিক মানুষ।