নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : আজ ৫ ডিসম্বর সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস, ২০২২ উদযাপন উপলক্ষ্যে ভলান্টারী সার্ভিসেস ওভারসীজ বাংলাদেশ (ভিএসওবি) ও ভলান্টিয়ার অপরচুনিটিস এর যৌথ উদ্যোগে এবং ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট আান্ড ভালনারেবিলিটি স্টডিজের পৃষ্ঠপোষকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ আখতারুজ্জামানের সভাপতিত্বে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন ‘ভলান্টারিজম টু রিবিল্ড দ্য ন্যাশন’ শীর্ষক সেশনে মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন।
তিনি স্বেচ্ছাসেবার প্রকৃত উদাহরণ হিসেবে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের ভূমিকাকে তুলে ধরে বলেন, জাতির পিতার আহবানে এ দেশের আপামর জনতা যেভাবে ঝাপিয়ে পড়েছিলেন সে উদাহরণকে তরুন সমাজের মনে ধারন করতে হবে। দুর্যোগ ঝুঁকি হ্রাসে স্বেচ্ছাসেবার ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশের দুর্যোগ মোকাবেলায় এতদূর এগিয়ে যাওয়ার পিছনে সবচেয়ে’ বড় অবদান ছিল জাতির পিতা কর্তৃক ১৯৭২ সালে উদ্বোধন করা “ঘূর্ণিঝড় প্রশ্তুতি কর্মসূচি” (সিপিপি) যা গত বছর জাতিসংঘ পুরস্কার পেয়েছে। এমনিভাবে যে কোন সংকটে, প্রয়োজনে বাংলাদেশের স্বেচ্ছাসেবকেরা গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করেন। তিনি বলেন, নারী স্বেচ্ছাসেবকের খুবই প্রয়োজন তাই তাদের জন্য নারীবান্ধব পরিবেশ তৈরী করতে হবে। সকল বয়সী মানুষের স্বেচ্ছাসেবাকে গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভিএসও বাংলাদেশ এর এক্টিং কান্ট্রি ডিরেক্টর কাবিরুল হক কামাল, বাংলাদেশ মালালা ফান্ড এর রিপ্রেজেনটেটিভ মুশাররফ তানসেন, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ এর প্রোগ্রাম ডিরেক্টর ডেভিড নক্স সহ আরো অনেকে।