আর এন শ্যামা নান্দাইল থেকে : বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার দ্রুত বিচার চেয়ে ‘এক মুঠো ভাতথ নামক ব্যতিক্রমী এক কর্মসূচী হাতে নিয়েছে সেচ্ছাসেবী সংগঠন ‘অংকুর ফাউন্ডেশনথ। কর্মসূচীর অংশ হিসেবে আজ ময়মনসিংহের নান্দাইলে ৩০ জন সুবিধা বঞ্চিত শিশুর হাতে খাবার তুলে দেওয়া হয়। একই সাথে সারাদেশে সংগঠনের প্রতিনিধিরা নিজ নিজ জেলায় এই কর্মসূচী পালন করেন।
মূল অনুষ্ঠান দুপুর দুইটায় বুয়েট ক্যাম্পাস ও আবরার ফাহাদের পৈত্রিক নিবাস কুষ্টিয়ার কুমারখালীতে অনুষ্ঠিত হয়। এ সময় বুয়েট শিক্ষক, প্রাক্তন ও বর্তমান অনেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সংগঠনের অনেকগুলো প্রজেক্টের মধ্যে ‘এক মুঠো ভাত ‘ প্রজেক্ট অন্যতম। সারাদেশে প্রায়শই সুবিধা বঞ্চিত মানুষদের জন্য এই কর্মসূচী আয়োজিত হয়। এবার সংগঠনটি অভিনব এই প্রক্রিয়ায় সরকারের কাছে আবরার ফাহাদের জন্য ন্যায়বিচার দাবি করেছে।
২০১৯ সালের ৬ অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। শুরুতে দ্রুত বিচারের কথা বলা হলেও এক বছর নয় মাসে বিচার কার্যের তেমন অগ্রগতি হয় নি। ‘অংকুর ফাউন্ডেশনথ আবরার হত্যার বিচারের এই দীর্ঘসূত্রতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
নান্দাইলে কর্মসূচীটি বাস্তবায়নের সময় উপস্থিত ছিলেন থঅংকুর ফাউন্ডেশনথ এর ময়মনসিংহ প্রতিনিধি মোখশেদুর রহমান, স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন ছাত্র উন্নয়ন নিধিথর (ছাউনি) সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, অর্থ সম্পাদক মামুন আহমেদ এবং নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিন্টু মিয়া।
উল্লেখ্য, থঅংকুর ফাউন্ডেশনথ সারা দেশে বিভিন্ন সময় গৃহায়ন, স্কুল নির্মান, ত্রান বিতরণ, টেলিমেডিসিন সেবা প্রদান, স্বাবলম্বীকরণ প্রজেক্ট সহ নানান সেচ্ছাসেবামূলক কর্মসূচী পরিচালনা করছে।