300X70
মঙ্গলবার , ৮ মার্চ ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

আমি মোটেও বিচলিত নই: সাকিব ইস্যুতে পাপন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ৮, ২০২২ ৯:৩৬ পূর্বাহ্ণ

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকা সফরের আগে হুট করেই সাকিব আল হাসান বলছেন, তিনি আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য এখন শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত নন। সংবাদমাধ্যমে সাকিবের এমন মন্তব্যে বেজায় ক্ষুব্ধ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তবে তিনি ‘বিচলিত নন’ বলেও মন্তব্য করেছেন।

খেলোয়াড়দের আরো পেশাদার আচরণ করার আহ্বান জানিয়ে বিসিবি সভাপতি বলেছেন, ‘তা না হলে একটা সময় আসবে, যখন আমাদের মতো সিদ্ধান্ত নিতে হবে। তখন কারো তা পছন্দ হবে না।’

বিসিবি সভাপতির সাফ কথা, কেউ খেলতে না চাইলে খেলবে না। কিন্তু সেটা বিসিবিকে আগে থেকেই জানাতে হবে। হুট করে বললে হবে না। এভাবে দল বিপদে পড়ে বলে মন্তব্য তার।

সোমবার সাংবাদিকদের নাজমুল হাসান পাপন বলেন, ‘ওর (সাকিব) এসব কথাবার্তা নিয়ে আমি মোটেও বিচলিত নই। ওকে হয়তো শারীরিক ও মানসিকভাবে কিছু একটা ডিস্টার্ব করছে। সেটা হতেই পারে। ওর যদি কোনো সমস্যা থাকে, আমাদের বলতে পারে। এয়ারপোর্টে যাওয়ার সময় ফোনে বলে দেওয়া, এটা হয় না।’

দক্ষিণ আফ্রিকায় সাকিবের খেলা না খেলা নিয়ে আলোচনা অনেক আগে থেকেই। আইপিএলে খেলবেন বলে এই সফরের টেস্ট সিরিজ থেকে ছুটি নিয়ে রেখেছিলেন তিনি। কিন্তু আইপিএলে দল পাননি এই অলরাউন্ডার।

পরে আফগানিস্তান সিরিজের মাঝপথে বিসিবি সভাপতি জানান, দক্ষিণ আফ্রিকায় দুই ফরম্যাটেই খেলবেন সাকিব। যদিও সাকিব নিজে নীরব ছিলেন এ ব্যাপারে।

পরে সাকিবকে রেখেই দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে ও টেস্ট সিরিজর দল ঘোষণা করে বিসিবি। ১২ মার্চ দেশ ছাড়ার কথা বাংলাদেশ দলের। কিন্তু শনিবার ব্যক্তিগত কাজে দুবাই যাওয়ার আগে বিমানবন্দরে সাকিব সাংবাদিকদের বলেন, তিনি এখন আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য তৈরি নন।

আফগানিস্তান সিরিজে নিজের পারফরম্যান্স নিয়ে হতাশার কথা বলেন সাকিব। তার কথায়, এই সিরিজে নিজেকে ‘প্যাসেঞ্জার’ বলে মনে হয়েছে তার। এভাবে তিনি খেলা চালিয়ে যেতে চান না। কিছুদিন বিরতি নিয়ে ফিরতে চান চাঙা হয়ে।

সাকিব দেশ ছাড়ার আগে জানান, বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে আলাপ করেছেন তিনি। দুই দিন তাকে ভাবার সময় দেওয়া হয়েছে।

সাকিবকে মানসিকভাবে ডিস্টার্ব মনে হচ্ছে বিসিবি সভাপতিরও। তাই তো একবার বললেন, ‘আমার ধারণা ও মেন্টালি ডিস্টার্ব কোনো কারণে। দুই দিন সময় নিয়েছে ভালো কথা। মাথা ঠান্ডা করে ও যেটা বলবে, বললে বলবে। ও কি চায় এটা আমাদের জানাবে। বোর্ড সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে।’

তবে কিছু প্রশ্নের উত্তর খুঁজছেন বিসিবি সভাপতি নিজেও। তিনি বলছেন, ‘একজন খেলোয়াড়ের স্বপ্ন হলো জাতীয় দলের জন্য খেলা। আর যদি দল জিতে, সেই খেলোয়াড় যদি সেই দলে থাকে, তাহলে এর চেয়ে খুশির আর কিছু হতে পারে না।’

‘কিন্তু সাকিব বলছে, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি, কোনো সিরিজই সে উপভোগ করেনি! আমরা যে ওয়ানডে সিরিজটা জিতলাম, এটাও সে উপভোগ করেনি! টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচটা জিতলাম, সেটাও উপভোগ করেনি! তাহলে আমাদের আগে বলল না কেন?’

উপভোগ না করলে আইপিএলেই বা কেন খেলতে চেয়েছিলেন সেই প্রশ্নও তুলেছেন বিসিবি সভাপতি। তিনি আরো বলেন, ‘যাদের আমরা এত ভালোবাসি, তাদের প্রতি এখনো নমনীয় আছি। কিন্তু ওদের পেশাদার হতে হবে। তা না হলে একটা সময় আসবে, যখন আমাদের মতো সিদ্ধান্ত নিতে হবে। তখন কারো তা পছন্দ হবে না।’

সাকিবকে বাদ নিয়ে নতুন পরিকল্পনার সময় এসেছে কিনা জানতে চাইলে পাপন বলেন, ‘সাকিব যদি কোনো সিরিজে না যায়, কেউ কিছু বলবে না। আপনারা কেউ কিছু বলবেন না। কিন্তু সাকিবকে যদি কোনো সিরিজ থেকে বাদ দিই, তখন কী হবে? তখন আপনারা বোর্ডের বিপক্ষে যে হুলুস্থুলটা বাধাবেন, চিন্তা করে দেখেন।’

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

এবার আসছে অভিন্ন মূল্য নির্ধারণ পদ্ধতি

২৭ রমজানের আগেই গণমাধ্যমসহ বেসরকারি খাতের সকল বকেয়া বেতন ও বোনাস পরিশোধ করার আহবান জিএম কাদেরের

জননেতা আমির হোসেন আমুঃ আন্দোলন-সংগ্রামের সাহসী প্রেরণা

নির্বাচন-বিরোধীদের গ্রেপ্তার নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র

নির্বাচন সরকারের নয় নির্বাচন কমিশনের অধীনে হয় : তথ্যমন্ত্রী

জাপানে মালবাহী জাহাজ ডুবে নিখোঁজ ১৮

আগামী দুই দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপমাত্রা

মোহাম্মদপুরে মাস্ক, স্যানিটাইজারের মুভমেন্টপাসে হেরোইন পরিবহন, গ্রেফতার ১, প্রাইভেটকার জব্দ

মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনা : নৌপরিবহন প্রতিমন্ত্রী

টিএএস এভিয়েশনের সাথে যোগ দিয়েছে ব্র্যাক ব্যাংক

ব্রেকিং নিউজ :