বাঙলা প্রতিদিন নিউজ : ইউনিয়ন ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত ২১ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের সমাপনী অনুষ্ঠান আজ মঙ্গলবার (২৮ মে) অনুষ্ঠিত হয়।
উক্ত কোর্স সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মোঃ হেদায়েত উল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী প্রশিক্ষণার্থীদের পেশাদারিত্বের সাথে কাজ করার এবং সঠিকভাবে তাঁদের উপর অর্পিত দায়িত্ব প্রতিপালনের ও গ্রাহকদের সাথে সুসম্পর্ক গড়ে তোলার পরামর্শ দেন।