নিজস্ব প্রতিবেদক : ইউসিইপি অ্যাসোসিয়েশনের ৩৪তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি এর প্রধান কার্যালয়, ঢাকায় অনুষ্ঠিত হয়।
এজিএমে সভাপতিত্ব করেন ইউসিইপি বাংলাদেশের চেয়ারপারসন পারভীন মাহমুদ এফসিএ এবং এজিএম প্রতিবেদন উপস্থাপন করেন নির্বাহী পরিচালক ড. মোঃ আব্দুল করিম। এজিএম হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। সভায় ইউসেপ অ্যাসোসিয়েশন এবং এর বোর্ড অব গভর্নরদের সদস্যরা উপস্থিত ছিলেন। ইউসিইপি বোর্ড অফ গভর্নরের অনুমোদনের জন্য জমা দেওয়া সমস্ত প্রস্তাব অনুমোদন করা হয়েছে। সভায় পলিটেকনিক ইনস্টিটিউট বৃদ্ধি, 4IR কোর্সের তীব্রতা এবং বাংলাদেশ সরকারের সাথে অধিভুক্তি জোরদারসহ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়।
একই দিনে ইউসেপ ওয়েলফেয়ার ট্রাস্ট এবং ইউসেপ অ্যাসোসিয়েটস মাল্টি-পারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের বার্ষিক সাধারণ সভাও অনুষ্ঠিত হয়।