নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, ফিলিস্তিনীদের ওপর ইসরায়েলি বিমান হামলা বর্বরতার নিকৃষ্ট উদাহরণ। তিনি বলেন, ইসরায়েলের দানবীয় বিমান হামলা বন্ধ করতে জাতিসংঘ সহ বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে।
আজ এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, ইসরায়েলের পৈশাচিক বিমান হামলায় প্রতিদিন শত শত নিরীহ ফিলিস্তিনীর মৃত্যু হচ্ছে। প্রতিদিন হাজারো ফিলিস্তিনী মারাত্মক ভাবে আহত হচ্ছে। ফিলিস্তিনীদের বাড়িঘর ধংসস্তুপে পরিনত হচ্ছে।
ইসরায়েলের বিমান হামলায় রেহাই পায়নি আন্তর্জাতিক গণমাধ্যমের অফিস পর্যন্ত। ফিলিস্তিনীদের ওপর ইসরায়েলি বিমান হামলা সম্পূর্ণ মানবতা বিরোধী।
বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, জাতিসংঘের নেতৃত্বে ইসরাইলকে নিবৃত্ত করে আলোচনার মাধ্যমে ফিলিস্তিনে শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করতে হবে ।