আনন্দ ঘর প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : প্রথমবারের মতো, চ্যানেল নাইনের পর্দায়, দেখা যাবে বাংলায় ডাবিং করা ছয়টি পূর্ণদৈর্ঘ্য তারকিশ চলচ্চিত্র। বাংলায় ডাবিং করা এ ছয়টি চলচ্চিত্র হলো ক্রেজি হানী, মিরাকেল ইন সেল নম্বর সেভেন, এ স্মল সেপ্টেম্বর এফেয়ার, ইনসাইডার, কাল্ট এক্স ও কিউট এন্ড ডেঞ্জারাস
প্রতিদিন বিকাল তিনটায় ও রাত ১১টায় দুটি করে বাংলায় ডাবিং করা পূর্ণদৈর্ঘ্য তারকিশ চলচ্চিত্র প্রদর্শিত হবে চ্যানেল নাইনে।
চ্যানেল নাইনে ঈদের দিন বিকাল ৩ টায় প্রচারিত হবে দুটি হৃদয়ের এক হয়ে উঠার উন্মাদনা নিয়ে সাজানো তারকিশ ফিল্ম “ক্রেজি হানী”।
ঈদের ২য় দিন বিকাল ৩ টায় প্রচারিত হবে একটি খুনের ঘটনাকে কেন্দ্র করে, এক বুদ্ধি প্রতিবন্ধী ব্যক্তির পরিবারে ঘটে যাওয়া নানান ঘটনা নিয়ে সিনেমা “মিরাকেল ইন সেল নম্বর সেভেন”। দুর্ঘটনা পরবর্তী সময়ের একজন সুন্দরী প্রাণবন্ত মেয়ের রহস্যজনক ঘটনা নিয়ে সাজানো চলচ্চিত্র “এ স্মল সেপ্টেম্বর এফেয়ার” প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন বিকাল তিনটায়।
ঈদের ৪র্থ দিন একই সময়ে প্রচারিত হবে একজন মানুষের জীবনের অন্ধকার দিক নিয়ে সাজানো তার্কিশ চলচ্চিত্র ইনসাইডার।
ঈদের ৫ম দিন বিকাল ৩টায় প্রচারিত হবে মানুষের অভ্যন্তরীণ শক্তি প্রকাশে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক গেমের উপর ভিত্তি করে, “কাল্ট এক্স”।
আর ষষ্ঠ দিন বিকাল তিনটায় প্রচারিত হবে একজন অর্থলোভী স্বামীর সম্পদ কুক্ষিগত করার বিভিন্ন ঘটনা নিয়ে সিনেমা “কিউট এন্ড ডেঞ্জারাস”।
এসব ছবি বিপরীত ক্রমে ঈদের দিন রাত ১১.৩০টা থেকে ষষ্ঠ দিন পর্যন্ত প্রচারিত হবে চ্যানেল নাইনে।