জাকির মোল্লা, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ): প্রথম বারের মতো “ঐতিহাসিক ৭ মার্চ দিবস” জাতীয় দিবস হিসেবে উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার ৩ মার্চ দুপুরে উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী অফিসার মো. জাকির হোসেনের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী ৭ মার্চ ভোরে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ৭ই মার্চের ভাষণের উপর প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. মাসুদুল হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এএসএম সানোয়ার রাসেল,
থানা অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা আনার কলি নাজনীন,
প্রেসক্লাব সভাপতি নীলকন্ঠ আইচ মজুমদার, সাধারণ সম্পাদক আতাউর রহমান, ঈশ্বরগঞ্জ থিয়েটার কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো. সেলিম, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সরকারী বিভিন্ন দপ্তরের প্রধান ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।