কক্সবাজার প্রতিনিধি : রোহিঙ্গা ক্যাম্পে লাগা আগুন নেভাতে পানি স্বল্পতার কারণে কিছুটা বেগ পেতে হলেও পাঁচ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় নারী ও শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে। আহত ২ হাজারের বেশি। তাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজন বলে জানা গেছে।
ওই আগুনে পুড়ে গেছে চারটি রোহিঙ্গা ক্যাম্পে দোকানপাটসহ প্রায় ১০ হাজার ঘর। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউনিসেফ। একই সঙ্গে ক্ষয়ক্ষতির শিকার রোহিঙ্গাদের প্রতি সহানুভুতি প্রকাশ করা হয়েছে।
সোমবার বিকেলে উখিয়ার বালুখালী এইট ডব্লিউ নম্বর ক্যাম্পের একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা দাবানলের মতো আরও তিনটি ক্যাম্পে ছড়িয়ে পড়ে।
আগুন লাগার পর ক্যাম্পগুলো থেকে রোহিঙ্গাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। তবে হুড়াহুড়িতে বহু মানুষ হতাহত হন।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। পানি স্বল্পতার কারণে কিছুটা বেগ পেতে হলেও পাঁচ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। কিন্তু ততক্ষণে পুড়ে যায় রোহিঙ্গাদের প্রায় সহস্রাধিক ঘর। এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি।