নিজস্ব প্রতিবেদক : এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করেছে “উত্তরা প্রেস ক্লাব”। এ উপলক্ষে উত্তরা প্রেসক্লাবে কেক কাটা, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর উত্তরাস্থ ৩ নং সেক্টরের জসিমউদ্দিন রোডের অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন করেন উত্তরা প্রেসক্লাবের আহবায়ক কমিটি।
আলোচনা সভায় উত্তরা প্রেস ক্লাবের আহবায়ক কাজী রফিক বলেন, বাংলাদেশের অর্থনীতির রোল মডেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিতার পাঠশালার রাজনৈতিক কন্যা শেখ হাসিনা। তিনি বাংলাদেশের মানুষের আস্থার ঠিকানা। এদেশে সবচেয়ে জনপ্রিয় রাজনীতিকের নাম শেখ হাসিনা। অসহায় ও দু:স্থ মানুষের ভালোবাসার ঠিকানা শেখ হাসিনা। বঙ্গবন্ধুর মতো সাধারণ মানুষের ভালোবাসাই তার শক্তি। তাই তিনি উপাধি পেয়েছেন ‘মাদার অব হিউম্যানিটি’।
উত্তরা প্রেস ক্লাবের আহবায়ক কমিটির সদস্য সচিব শেখ জুয়েল আনান্দ বলেন, শেখ হাসিনাকে বারবার হত্যা করার জন্য ষড়যন্ত্র হয়েছে। এখনো ষড়যন্ত্রের বুলেট তার পিছু ছাড়েনি। এরপরও বঙ্গবন্ধুর স্বপ্ন বুকে ধারণ করে তা বাস্তবায়নে এগিয়ে চলছেন। শত প্রতিকূলতার মধ্যে শেখ হাসিনা বাংলাদেশে এসেছিলেন বলেই বঙ্গবন্ধু হত্যার বিচার ও যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। জাতি কলঙ্কমুক্ত হয়েছে।
তিনি আরো বলেন, শেখ হাসিনা এসেছিলেন বলেই বাংলাদেশের উন্নয়ন হয়েছে, বাংলাদেশের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছেছে। তিনি আছেন বলেই বিশ্ব ব্যাংকের টাকা ছাড়া বাংলাদেশে পদ্মাসেতু হয়েছে। খাদ্য ঘাটতি থেকে খাদ্য উদ্বৃত্তের দেশ হয়েছে বাংলাদেশ। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন।
উত্তরা প্রেস ক্লাবের আহবায়ক কমিটির সদস্য এস এম জামান বলেন, বঙ্গবন্ধুর দর্শন ধারণ করে স্বপ্নপূরণে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডিজিটাল সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার অপূর্ণ স্বপ্নপূরণে কাজ করে যাচ্ছেন বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কেক কাটা, দোয়া ও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক এস, এম মনির হোসেন জীবন, মাসুদ পারভেজ, শাহজাহান চৌধুরী, হুমায়ুন কবির, ইয়াসিন মিয়া, , এ কে আজাদ, দেলোয়ার হোসেন, জালাল উদ্দিন চৌধুরী, জাহাঙ্গীর কবির,মো. রাসেল খান, গোলাম মোস্তফা, আবুল হোসেন, ফারাহী, বিপুল, রাজিব,সানজিদা রুমা, ঐশী, জুয়েল, পুষন, নয়ন, রবিউল ইসলাম রাজু, লোপা দাসসহ উত্তরা প্রেস ক্লাবের প্রায় দেড় শতাধিক সাংবাদিক ভোটার ও সাধারণ সদস্যরা এসময় উপস্হিত ছিলেন।