নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: রাজধানীর উত্তরা প্রেসক্লাব ২০২১-২২ইং সেশনের (প্রতিষ্ঠাকালীন) দায়িত্বভার গ্রহণ করেছেন নবনির্বাচিত কমিটির সদস্যরা। গতকাল মঙ্গলবার (৯ নভেম্বর) সন্ধ্যায় উত্তরার একটি পার্টি সেন্টারে শপথ গ্রহণের মধ্য দিয়ে আগামী এক বছরের জন্য কার্যক্রম শুরু হলো নতুন কমিটির।
শপথ গ্রহন শেষে ক্লাবের আহবায়ক কমিটির কাছ থেকে দায়িত্ব বুঝে নেন কমিটির প্রথম সেশনের সভাপতি রাসেল খান ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।
নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সাবেক সভাপতি আবু জাফর সূর্য। অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের সদস্য ও মাইটিভির বার্তা প্রধান মাহমুদ আল ফয়সাল।
উত্তরা প্রেসক্লাব ২০২১-২২ সেশনের নবনির্বাচিত কমিটির অন্যন্যারা হলেন, ২য় সেশনের সভাপতি রফিকুল ইসলাম (দৈনিক যুগান্তর), মানিক খান- সহ সভাপতি (বাংলাদেশ বুলেটিন), যুগ্ম সাধারণ সম্পাদক (নতুন বার্তা), মো. আবু বক্কর সিদ্দিক (সুমন) – সাংগঠনিক সম্পাদক (যুগান্তর), জাহাঙ্গীর কবির- অর্থ সম্পাদক (বাংলাদেশের আলো), দফতর সম্পাদক- মো. যোবায়ের হোসাইন (এই বাংলা), প্রচার ও প্রকাশনা সম্পাদক- মো. তারেক রহমান (উত্তরা নিউজ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক- স্বপন রানা সোহেল (বাংলাদেশের খবর), মহিলা বিষয়ক সম্পাদক- মাহমুদা আক্তার পুষন (মাইটিভি), কার্যনির্বাহী সদস্য যথাক্রমে- শিমুলী আক্তার (মুক্তখবর), নুরুল আমিন হাসান (আজকের পত্রিকা) ও সৈয়দ ইদ্রিস আলী (প্রতিদিনের বাংলাদেশ)।
উল্লেখ্য যে, গত ৩০ অক্টোবর দিনব্যাপী উত্তরার নওয়াব হাবিবুল্লাহ স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট গ্রহণের মাধ্যমে সম্পন্ন হয় উত্তরা প্রেসক্লাব নির্বাচন ২০২১-২২ ইং।
৭৭ জন ভোটার ভোট প্রদানের মাধ্যমে উক্ত কমিটিতে বিভিন্ন পদে উপরোক্ত প্রার্থীদের নির্বাচিত করেন। সর্বশেষ শপথ গ্রহণের মধ্য দিয়ে উত্তরা প্রেসক্লাব পরিচালনায় নবনির্বাচিত নেতৃবৃন্দরা নিজেদের উপর অর্পিত দায়িত্ব বুঝে নেন।