নুর রহমান, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ প্রার্থী শাহনাজ বেগম ১ লাখ ৫৮ হাজার ৬৪২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি প্রার্থী মঞ্জুরুল আজিম পেয়েছেন ২৩ হাজার ২৫৮ ভোট। এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১৪৬টি কেন্দ্রে একযোগে শুরু হয়ে বিকাল ৫টায় ভোটগ্রহণ শেষ হয়। উপজেলার মোট ভোটার সংখ্যা ছিলো ৪ লাখ ১৬ হাজার ২৩৪জন।
গত ২৭ সেপ্টম্বর বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ওমর ফারুক বাদশা মৃত্যুবরণ করায় শূণ্যপদে এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছিলেন চারজন।