নিজস্ব প্রতিবেদক : সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ম সচিব, মোঃ আব্দুল মোক্তাদির বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ড্রাইভিং লাইসেন্স প্রার্থীদের একই দিনে পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণের সকল কার্যক্রম আজ থেকে শুরু হলো। প্রার্থীদের লাইসেন্স পেতে সহজীকরণ লক্ষ্যে এ কার্যক্রম নেয়া হয়েছে।
যাতে কোনো প্রার্থী লাইসেন্স পেতে বারবার বিআরটিএ অফিসে যেতে না হয়। প্রধানমন্ত্রীর ঘোষণায় দূর্নীতিমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়তে বিআরটিএ বদ্ধপরিকর। সেই লক্ষ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কাজ করছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিআরটিএ’র উদ্যোগে গ্রাহক সেবা সহজীকরনের লক্ষ্যে ড্রাইভিং লাইসেন্স প্রার্থীদের একই দিনে পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণের কার্যক্রম পরিদর্শন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ম সচিব, মোঃ আব্দুল মোক্তাদির।
আজ মঙ্গলবার বিআরটিএ উত্তরা ঢাকা মেট্রো-৩ সার্কেল অফিস পরিদর্শনকালে যুগ্ম সচিব, মোঃ আব্দুল মোক্তাদির এসব কথা বলেন। গতকাল মঙ্গলবার থেকে রাজধানী ঢাকায় এ প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া পর্যায়ক্রমে বিভাগীয় ও জেলা পর্যায়েও এটি চালু হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে মোঃ আব্দুল মোক্তাদির বলেন, উদ্বোধন শেষে তিনি এ কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং লাইসেন্স প্রত্যাশীদের সঙ্গে কথা বলেন। এসময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সিস্টেম এনালিস্ট জনাব শ্যামল রায়, ঢাকা মেট্রো- ৩ সার্কেলের উপপরিচালক কাজী মোঃ মোরছালীনসহ অফিসের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।