নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন২৪.কম : বাংলাদেশে করোনা প্রতিরোধে সরকার নানা উদ্যোগ গ্রহন করেছেন। এদিকে বৈশ্বিক করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হার দিন দিন বেড়েই চলেছে।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৪৩ জনের মৃত্যু হয়েছে।
আর মারা যাওয়া আজকের ৪৩ জনসহ সরকারী হিসাব মতে মোট মৃত্যুর সংখ্যা হলো ২৮ হাজার ৬৭০ জনে। আর করোনায় গত ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৮ হাজার ৩৫৪ জন।
এনিয়ে দেশে আজকের নতুন ৮,৩৫৪ জনসহ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮ লক্ষ ৭৯ হাজার ২৫৫ জনে।
একই সময়ে সুস্থ হয়েছে ১০ হাজার ৮০০ জন। আর এ নিয়ে দেশে করোনামুক্ত হয়েছে ১৬ লক্ষ ২২ হাজার ৮৫৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার (৮ ফেব্রæয়ারি) বিকালে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ০৩ শতাংশ। আর মহামারির শুরু থেকে এ পর্যন্ত করেনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ৬৭ শতাংশ। সুস্থতার হার ৮৬ দশমিক ৩৬ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।
করেনায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছে ১৫ জন, চট্রগ্রামে ১১ জন, রাজশাহী বিভাগে ২ জন, খুলনা বিভাগে ১৩ জন, রংপুর বিভাগে ২ জন, ময়মনসিংহ বিভাগে ১ জন। আর একই সময়ে সিলেট ও বরিশাল বিভাগে করোনা কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য গত ২০২০ সালের ৮ মার্চ করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয় বাংলাদেশে। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গত বছরের ৫ আগস্ট ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জনের মৃত্যু হয়।