নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : এনসিসি ব্যাংক লিঃ এর বাৎসরিক ঝুঁকি সংক্রান্ত সম্মেলন-২০২২ সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ের সিনিয়র ম্যানেজমেন্ট টীমের সদস্যবৃন্দ, বিভাগীয় প্রধানগণ এবং করপোরেট ও অন্যান্য শাখার ব্যবস্থাপকবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত এই সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগের পরিচালক মোঃ আবদুল মান্নান।
এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবির, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ রাফাত উল্লা খান, মোঃ মাহবুব আলম ও এম. আশেক রহমানসহ বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগের অতিরিক্ত পরিচালক ড. কাজী আরিফ উজ জামান এবং সহকারী পরিচালক মিস. উম্মে উষামা ফারজানা ফাতেমা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোঃ আবদুল মান্নান ব্যাংকিং সেক্টরের প্রতিটি ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ও টেকসই ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য ঝুঁকি ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন এবং ঝুঁকি মোকাবেলায় দিক নির্দেশনা প্রদান করেন।
এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, এনসিসি ব্যাংক সর্বদাই বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতোবেক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে এবং প্রতিটি আর্থিক সূচকেই এই উন্নতির ধারাবাহিকতা প্রতীয়মান হচ্ছে। তিনি ব্যাংকের সম্ভাব্য ঝুঁকিগুলো চিহ্নিত করে ঝুঁকি ব্যবস্থাপনার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকে সতর্কতার সঙ্গে কাজ করার জন্য পরামর্শ দেন।