নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: ২০২১-২০২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় ৭৯ হাজার ৩৩৭ জন উত্তীর্ণ হয়েছেন।
এদের মধ্যে ৫৫ দশমিক ১৩ শতাংশই মেয়ে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরে ফল ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এ বছর ১ লাখ ৩৯ হাজার ৭৪২ পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। পরীক্ষার জন্য আবেদন করেছিলেন ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন।
এদের মধ্যে ৩৪ হাজার ৮৩৩ জন ছেলে এবং ৪৪ হাজার ৫০৪ জন মেয়ে উত্তীর্ণ হয়েছে। মেয়েদের পাসের হার ৫৬ দশমিক ৬ শতাংশ।
ছেলেদের পাসের হার ৪৩ দশমিক ১৩ শতাংশ। সর্বোচ্চ ৯২ দশমিক ৫ নম্বরও পেয়েছেন সুমাইয়া মুসলেম মিম। তিনি খুলনা মেডিকেল কলেজ কেন্দ্র থেকে অংশ নিয়েছিলেন।
উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৪ হাজার ৩৫০ জন দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে পড়ার সুযোগ পাচ্ছেন।
বাকিদের মধ্যে মেধাক্রম অনুযায়ী ৭২টি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন। বেসরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৬ হাজার ৪৮৯টি।
সরকারি মেডিকেল কলেজেও মেয়েরা এগিয়ে। সরকারি মেডিকেলে ১ হাজার ৮৮৫ জন ছেলে এবং ২ হাজার ৩৪৫ জন মেয়ে।