এম এ মান্নান, লালমনিরহাট : লালমনিরহাট জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ মতিয়ার রহমান। তিনি বাংলাদেশ আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী।
রিটার্নিং কর্মকর্তা আলহাজ্ব মঞ্জুরুল হাসান জানিয়েছেন, মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত চেয়ারম্যান পদে লালমনিরহাটে এ্যাডভোকেট মতিয়ার রহমানই একমাত্র মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
তার প্রস্তাবকারী ছিলেন, হারাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম রানা সমর্থনকারী ছিলেন, মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব।
জেলা নির্বাচন কর্মকর্তা আলহাজ্ব মঞ্জুরুল হাসান জানিয়েছেন, যেহেতু লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান পদে শুধু একজন প্রার্থীই রয়েছেন। তাই তার মনোনয়ন পত্র গ্রহণ, যাচাই-বাছাইয়ের পর আগামী ২৬ তারিখে সরকারিভাবে এ বিষয়ে ঘোষণা আসবে।
উল্লেখ্য, এ্যাডভোকেট. মোঃ মতিয়ার রহমান, প্রশাসক, জেলা পরিষদ, লালমনিরহাট হিসেবে ২৬-১২-২০১১ হতে ৩০-১২-২০১৬খ্রি. চেয়ারম্যান, জেলা পরিষদ, লালমনিরহাট ০৬-০১-২০১৭ হতে ২৫-০৪-২০২২খ্রি, প্রশাসক, জেলা পরিষদ, লালমনিরহাট ২৭-০৪-২০২২খ্রিষ্টাব্দ হতে অদ্যবধি দায়িত্বরত রয়েছেন।