নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ওয়ান ব্যাংক লিমিটেডের পরিচালনা বোর্ডের ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ১১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এরমধ্যে ৬ শতাংশ নগদ এবং সাড়ে ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৭ পয়সা এবং এককভাবে ১ টাকা ৪৮ পয়সা।
গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৯ টাকা ৩১ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ জুন অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১১ মে নির্ধারণ করা হয়েছে।