মাঠে মাঠে ডেস্ক : শ্রীলঙ্কার ক্রিকেটে জোড়া দুঃসংবাদ। করোনা পজিটিভ হয়েছেন দলটির হেড কোচ মিকি আর্থার এবং ওপেনিং ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নে। বুধবার এক বিবৃতিতে তাদের করোনা আক্রান্ত হওয়ার খবরটি জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট।
চলতি মাসের শেষদিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার কথা শ্রীলঙ্কার। যেখানে ২টি টেস্ট, ৩টি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলবে তারা। ওই সফরকে সামনে রেখেই কোচিং স্টাফসহ প্রাথমিক দলের সবাইকে করোনা পরীক্ষা করানো হয়।
তাতে করোনা পজিটিভ এসেছে লঙ্কানদের দক্ষিণ আফ্রিকান হেড কোচ মিকি আর্থার এবং দলটির তারকা ওপেনার লাহিরু থিরিমান্নের। দুজনকে সঙ্গে সঙ্গেই আইসোলেশনে পাঠানো হয়েছে।
শ্রীলঙ্কা তাদের সর্বশেষ সিরিজ খেলেছে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে। দুই ম্যাচের সে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবেছে স্বাগতিকরা।
করোনার কারণে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ স্থগিত রয়েছে শ্রীলঙ্কার। সুবিধাজনক সময়ে এই টেস্ট সিরিজটি আয়োজন করা হবে বলে জানিয়েছে তারা।