ডেস্ক রিপোর্ট, বাঙলা প্রতিদিন:
নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতি থানার সেচ্ছাসেবী সংগঠন মুলশ্রী ফাউন্ডেশন। করোনাভাইরাস প্রতিরোধে নানা রকম কাজ করে যাচ্ছে, করোনা প্রতিরোধে জীবানুনাশক, লিফলেট, ফেস্টুন সচেতনতা বৃদ্ধি করণে পরামর্শ, সাবান, সঠিকভাবে হাত ধোয়ার পদ্ধতি শিখন, মাস্ক বিতরণসহ অসহায় দুস্থদের জন্য ত্রাণ সামগ্রী চাল, ডাল, আলু, তেল, ওষধ বিতরণ করছে।
আবার কেউ কেউ নিজ উদ্যোগে গ্রামের মসজিদ, দোকান সমূহে জীবানুনাশক দিয়ে পরিস্কার করেন।
মুলশ্রী ফাউন্ডেশন বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করে সমাজের এসব অসহায় লোকজনের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। মুলশ্রী ফাউন্ডেশনের সভাপতি মোঃ জাকির শিকদার জানায়, সমাজের প্রতিটি প্রতিষ্ঠিত ব্যক্তিরা ও এভাবে দেশের ক্রান্তিলগ্নে সাধারণ মানুষের পাশে দাঁড়ায়, তাহলে আমাদের দেশ একটি মানবিক বাংলাদেশে পরিণত হবে। মুলশ্রী ফাউন্ডেশনের উপদেষ্টা জালাল আহমেদ বাবু বলেন, গ্রামের লোকজন এখনো মাস্ক ব্যবহার করছে না, আমাদের সচেতন লোকের উচিত তাদেরকে মাস্কের ব্যবহার বুঝানো।
মুলশ্রী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মল্লিক, মাহমুদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক চৌধুরী মনিরের সাথে কথা বলে জানা যায় মুলশ্রী ফাউন্ডেশন করোনাভাইরাস প্রতিরোধে নানা কর্মসূচি গ্রহণ করেছে। তারা বলেন, এ সময় আমাদের উচিৎ সমাজের বিত্তশালী মানুষগুলো যেন সাধারণ দিনমজুর মানুষের পাশে এসে দাঁড়ায় সাহায্যের হাত নিয়ে। সকলের একটি কথা মনে রাখা উচিৎ- মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি, মানুষ পেতে পারে না
ও বন্ধু, মানুষ মানুষের জন্য….।