নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশ বিশ্বের রোল মডেল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পটিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. আইয়ুব বাবলুর সমর্থনে পথ সভায় তিনি এ মন্তব্য করেন।
বিপ্লব বড়ুয়া বলেন, করোনাকালে আওয়ামী লীগ সরকার ২১টি প্রণোদনা দিয়েছে। মোট ১ লাখ ২১ কোটি টাকা প্রণোদনা দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের যেমন উন্নয়ন-অগ্রগতি হয়েছে, তেমনি প্রতিটি মানুষের ভাগ্যের উন্নয়নও হয়েছে। করোনাকালেও শেখ হাসিনা বলিষ্ঠ নেতৃত্বে দেশের অর্থনৈতিক অগ্রগতি অব্যাহত রেখেছেন। সবমিলিয়ে করোনা মোকাবিলায় বিশ্বের রোল মডেল বাংলাদেশ।
তিনি বলেন, করোনায় দেশে প্রায় সাড়ে ৮ হাজার মানুষের মৃত্যু হয়েছে। প্রতি লাখে ৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। প্রতি দশ লাখে ৪৪ জনের মৃত্যু হয়েছে। সেখানে ইতালিতে প্রতিদিন ৩ থেকে ৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
বিপ্লব বড়ুয়া বলেন, চট্টগ্রাম-কক্সবাজার সড়কে চার লেনের কাজ মার্চ মাসের মধ্যে বাস্তবায়ন যোগ্য কি না সেটা যাচাই কাজ শেষ হবে। পরে পিডিপি তৈরি হবে। এরপর পরিকল্পনা কমিশনে যাবে। আমরা আশা করতে পারি এই বছরের শেষের দিকে চট্টগ্রাম-কক্সবাজার চার লেনের কাজ শুরু হবে।
তিনি আরও বলেন, আমি পটিয়ার উন্নয়নের কথা বলতে চাই না। পটিয়াতে দৃষ্টিনন্দন বাইপাস সড়ক হয়েছে। বাংলাদেশের অন্য কোনো জেলায় এই ধরনের সড়ক দেখা যায় না। পটিয়াতে নৌকার মেয়রের আসার কারণে পটিয়ার চেহারা পরিবর্তন হয়েছে। পটিয়ার প্রথম পৌরসভা যেখানে ওয়াসার পানি সরবরাহ, গ্যাসের লাইন রয়েছে।
পথ সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক আহমেদ হোসেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুফিজুর রহমান, পটিয়া উপজেলার চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম, কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ উপ-কমিটির সদস্য নাজমুল করিম চৌধুরী শারুন, পটিয়া পৌরসভার সাবেক মেয়র আধ্যাক হারুনুর রশিদ প্রমুখ।