নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কলাবাগান এলাকা হতে বিপুল পরিমান চোরাই মোবাইলসহ চোরাচালানকারী চক্রের ১জন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-২ এর আভিযানিক দল।
বাংলাদেশ আমার অহংকার এই শ্লোগান নিয়ে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক, চোরাকারবারী, ছিনতাইকারী ও অজ্ঞানপার্টিসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ফলে দেশের সাধারণ মানুষ র্যাব প্রতিষ্ঠার পর হতে শান্তিতে জীবন যাপন করছে এবং আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রতি জনগণের আস্থা ফিরে এসেছে এ কথা তর্কাতিতভাবে অনস্বীকার্য। সন্ত্রাস, চাঁদাবাজ, ছিনতাইকারী ও অজ্ঞানপার্টির দমন প্রতিরোধে এলিট ফোর্স র্যাবের বিশেষ অভিযান সমূহ দেশব্যাপী ব্যাপকভাবে প্রশংসিত।
এরই ধারাবাহিকতায় র্যাব-২, এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় রাজধানীর কলাবাগান থানাধীন হাতিরপুল এলাকায়কতিপয় ব্যাক্তি চোরাচালানকৃত মোবাইল ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর আভিযানিক দল গতকাল মঙ্গলবার ২০ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে রাজাধানীর কলাবাগন থানাধীন হাতিরপুল ৩৮৫/৪ ফ্রী স্কুল স্ট্রিট এলাকায় অভিযান চালিয়ে মোঃ মাহামুদুল হাসান মিঠু (৩২) নামের এক চোরাচালানকৃত মোবাইল ক্রয় বিক্রয়কারী চক্রের সদস্যকে গ্রেফতার করে। মাহামুদুল হাসান মিঠুর পিতার নাম মৃত মঈন উদ্দিন।
গ্রেফতারকৃত আসামীর নিকট হতে নামিদামি বিভিন্ন ব্র্যান্ডের ১৬৬টি এন্ড্রয়েড স্মার্ট ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ ভারত থেকে স্বল্প মূল্যে মোবাইলফোন ক্রয় করে এই সব মোবাইল অবৈধভাবে চোড়াই পথে বাংলাদেশে নিয়ে আসতো এবং পরবর্তীতে মোবাইলফোন গুলো বিভিন্ন নামি-দামি দোকান ও শো-রুমেসহ খোলা বাজারে বিক্রি করে আসছে।
উক্ত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ চোরাই মোবাইল ক্রয় বিক্রয় কার্যক্রমের সাথে সম্পৃক্ত। এছাড়া তাদের নিকট হতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই বাছাই করে ভবিষ্যতে র্যাব-২ এ ধরনের অভিযান চলমান রাখবে।