নিজস্ব প্রতিবেদক : কামরাঙ্গীরচর ও চকবাজার এলাকায় র্যাবের পৃথক অভিযানে ১৯ জুয়ারী গ্রেপ্তার।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ছিনতাইকারীসহ কেসিনোর (জুয়ারী) বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় গত ০২ জানুয়ারী ২০২০ খ্রিঃ তারিখ অনুমান ১৮:১৫ ঘটিকার সময় র্যাবের-১০ একটি আভিযানিক দল ডিএমপি, ঢাকার কামরাঙ্গীরচর থানাধীন ১০৬, কাজী বাড়ী গলি এলাকায় একটি অভিযান পরিচালনা করে জুয়া আসর হতে জুয়া খেলা অবস্থায় ০৮ জন জুয়ারিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে খোরশেদ আলম (৩৫), আবু জাহেদ (৩৪, ৩ জামাল গাজী (৩০), রানা (৩০), জামাল (৩০), হারুন (৫৫), রাজু (২৫) এবং হারুন মৃধা (৫০) বলে জানা যায়।
এসময় তাদের নিকট থেকে ৭টি মোবাইল ফোন, জুয়া খেলার ব্যবহৃত ১০৪ পিস কার্ড ও নগদ- ১৭৩০ টাকা উদ্ধার করা হয়।
এছাড়া একই তারিখ অনুমান ২০৩০ ঘটিকার সময় র্যাবের-১০ এর অপর একটি আভিযানিক দল ডিএমপি ঢাকার চকবাজার মডেল থানাধীন ১৭/১, রহমতগঞ্জ এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে জুয়া আসর হতে জুয়া খেলা অবস্থায় ১১ জন জুয়ারিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে হাফিজুর রহমান (৩৮), নজরুল ইসলাম (৪৭), মামুন ঢালী (২৯), সিদ্দীকুর রহমান (৩২), আশরাফ (২৫), আবুল কালাম (৬০), রুবেল (৩৬), জাকির (২৭), হান্নান (৫৫), ইউনুস (৩৩) এবং আব্দুল করীম (৪৮) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০৮ টি মোবাইল ফোন, জুয়া খেলার ব্যবহৃত ৫০০ পিস কার্ড ও নগদ- ৫২৭৭৫/- (বায়ান্ন হাজার সাতশত পচাত্তর) টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার জুয়ারী। তারা দীর্ঘদিন যাবৎ একে অন্যের সাথে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।