নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন:দেশের কারাগারগুলোতে মোট ১৪১ জন চিকিৎসক প্রয়োজন, যার মধ্যে ১১২ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। শূন্য ২৯ পদেও খুব শিগগিরই নিয়োগ দেওয়া হবে বলে হাইকোর্টকে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মুস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ বিষয়ে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।
রিটকারী আইনজীবী অ্যাডভোকেট জে আর খান রবিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘আদালত প্রয়োজনীয় আরও চিকিৎসক দ্রুত সময়ের মধ্যে নিয়োগ দিতে বলেছেন।’
জানা গেছে, দেশে মোট ৬৮টি কারাগার রয়েছে। যার মধ্যে গাজীপুরের কাশিমপুরে একটি মহিলা কারাগার রয়েছে। এসব কারাগারে বন্দির তুলনায় চিকিৎসক সঙ্কট ছিল। বন্দিদের চিকিৎসা সেবা নিশ্চিতে শূন্য পদে চিকিৎসক নিয়োগ দেওয়ার নির্দেশনা চেয়ে রিট করা হয়।