সংবাদদাতা, কুষ্টিয়া: কুষ্টিয়া মেডিকেল কলেজের নির্মাণ কাজে ব্যবহৃিত সামগ্রী নিয়ে ফেসবুকে প্রচার করার অভিযোগে ২ যুবককে আটক করেছে ডিবি পুলিশ। কুষ্টিয়া শহরের থানা পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সাব্বিরুল আলম।
উন্নয়ন পরিষদ কুষ্টিয়ার সাংগঠনিক সম্পাদক শিক্ষানবিশ আইনজীবী মিজানুর রহমান মিজুর দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাদের আটক করা হয়।
ডিবি পুলিশ বুধবার (৩০ জুন) ভোরে তাদের আটক করে। আটককৃত মুন্সী শাহিন আহমেদ জুয়েল পাটিকাবাড়ি নলখোলা গ্রামের মুন্সি মোখলেসুর রহমানের পুত্র ও অঞ্জন শিল শুভ থানাপাড়ার নাপিত পাড়া এলাকার বাসিন্দা।
গত ২৪ মে কুষ্টিয়া মেডিকেল কলেজে রডের বদলে বাঁশ, কঞ্চি দিয়ে নির্মাণ কাজ হচ্ছে বলে একটি সংবাদ প্রকাশ করে ভয়েজ অফ কুষ্টিয়া নামের ফেসবুকে পেজে। এরপর তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়। ওই মামলায় তাদের আটক করে ডিবি পুলিশ। বুধবার সন্ধ্যায় তাদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।