প্রতিনিধি, পটুয়াখালী: ২০২০ সালের শেষ সূর্যাস্ত এবং ২০২১ সালের প্রথম সূর্যোদয়ের নয়নাভীরাম দৃশ্য উপভোগের জন্য আসা পর্যটকদের আনন্দ উপভোগে মুখোরিত হয়ে উঠেছে পর্যটন কেন্দ্র কুয়াকাটা।
নতুন বর্ষবরণ উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে লক্ষাধিক পর্যটকের আগমন ঘটেছে। পর্যটকরা কুয়াকাটার বিভিন্ন হোটেল-মোটেলে রুম এক সপ্তাহ আগে থেকেই বুকিং দিয়ে রেখেছেন। আর উপকূলীয় অঞ্চলের বিভিন্ন বিভাগীয় এবং জেলা উপজেলা থেকে গাড়িবহর নিয়ে পর্যটক ও দর্শনার্থীরা এসেছেন প্রিয় সমুদ্র সৈকতে।
গত দুই দিন ধরে পর্যটদের সমুদ্র স্নান এবং বিভিন্ন দর্শনীয় স্পটে পর্যটকদের উপচেপরা ভিড়। ১৮ কিলোমিটার সৈকতের সর্বত্রই পর্যটকদের হৈ-হুল্লোড়ে মুখোরিত হয়ে উঠেছে সাগর কন্যা খ্যাত পর্যটন কেন্দ্র কুয়াকাটা। ঝিনুক মার্কেট, রাখাইন তাঁত বস্ত্রসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বেচা-বিক্রির ধুম পড়েছে।
আগত পর্যটকদের সরকারি বিধিনিষেধ অনুসারে পর্যটকদের সি বিচে পার্টি এবং অন্য অনুষ্ঠান থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছেন মাইকিংয়ের মাধ্যমে। পর্যটকরাও সরকারি বিধিনিষেধ মান্য করেই প্রকৃতির ভাণ্ডার কুয়াকাটার বিভিন্ন স্পটে আনন্দে উদ্বেলিত হয়ে পরেন।
কুয়াকাটার হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি ওয়াহিদুজ্জমান সোহেল বলেন, করোনা পরিস্থিতি এবং সরকারের ঘোষিত নীতিমালা অনুসারে প্রতিটি হোটেল-মোটেলে পর্যটকদের স্বাস্থ্যবিধি রক্ষা করে এবং অন্য অনুষ্ঠান থেকে পর্যটকদের বিরত রাখা হয়েছে। পর্যটকরাও আমাদের সহযোগিতা করছে। দেশের বিভিন্ন স্থান থেকে বিপুলসংখ্যক পর্যটক এসেছেন।
এদিকে পর্যটকদের নিরাপত্তা ও সেবা নিশ্চিতের দায়িত্বে থাকা কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ পরিদর্শক বদরুল কবির বলেন, কুয়াকাটা সৈকতের ১৮ কিলো মিটারের গুরুত্বপূর্ণ স্পটে পুলিশের টহল এবং নজরদারি জোরদার করা হয়েছে। সরকারি বিধিনিষেধ অনুযায়ী পর্যটকদের সৈকতের কোথাও অনুষ্ঠান এবং ঝড়ো হওয়া থেকে বিরত রাখার জন্য সার্বক্ষণিক মাইকিং অব্যহত রাখা হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং সম্ভাবনাও নেই।